নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এক আহত শিক্ষার্থীর বাবার করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে এইচএসসির ইয়ার চেঞ্জ পরীক্ষা চলাকালে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামের এক পরীক্ষার্থীকে বেঞ্চে বসা নিয়ে একই শ্রেণির খালভাঙ্গা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। ফরহাদের বন্ধু পরীক্ষার্থী শাকিল এর প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে সংবাদ দেয়। খবর পেয়ে মুক্তার বহিরাগত অনুসারীদের নিয়ে কলেজে যায়। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা থাকলেও হঠাৎই বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করে।
এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রদলের সভাপতিসহ বহিরাগতদের ওপর হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতিসহ অন্যরা কলেজের অফিসকক্ষে আশ্রয় নেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বহিরাগতদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করে পুলিশ। পরে রাতেই আহত শাকিলের বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করলে কলেজ ছাত্রদলের সভাপতিসহ জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। আটক অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এক আহত শিক্ষার্থীর বাবার করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে এইচএসসির ইয়ার চেঞ্জ পরীক্ষা চলাকালে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামের এক পরীক্ষার্থীকে বেঞ্চে বসা নিয়ে একই শ্রেণির খালভাঙ্গা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। ফরহাদের বন্ধু পরীক্ষার্থী শাকিল এর প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে সংবাদ দেয়। খবর পেয়ে মুক্তার বহিরাগত অনুসারীদের নিয়ে কলেজে যায়। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা থাকলেও হঠাৎই বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করে।
এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রদলের সভাপতিসহ বহিরাগতদের ওপর হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতিসহ অন্যরা কলেজের অফিসকক্ষে আশ্রয় নেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বহিরাগতদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করে পুলিশ। পরে রাতেই আহত শাকিলের বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করলে কলেজ ছাত্রদলের সভাপতিসহ জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। আটক অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২২ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৩৮ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
৪৪ মিনিট আগে