নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রোববার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থানে নদীতে গভীর গর্ত করে ও নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কিছু অসাধু বালু ব্যবসায়ী। বিভিন্ন স্থানে বালু ব্যবসায়ীরা বালু পরিবহনের জন্য অবৈধভাবে মাটির রাস্তাও নির্মাণ করেন। তাতে নদীপাড়ের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়িঘর বিলীন হচ্ছে অনেকের।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ গত সাত দিনে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩৫টি ড্রেজার মেশিন ও দুই শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিক্রি ও মেরামতের দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত হওয়ায় বালু উত্তোলনকারীদের একটি পক্ষ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে একটি পক্ষ আজ রোববার পৌরশহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা পৌরশহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। আজ সকাল থেকে শহরে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়েছি আজ অবৈধভাবে বালু উত্তোলনকারীরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্তরাও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভের ডাক দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।’
ইউএনও আরও বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে নালিতাবাড়ী পৌরশহরে সব ধরনের সভা, স্লোগান, যেকোনো ধরনের হট্টগোল, পটকা ফোটানো, বেআইনি সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।’
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রোববার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থানে নদীতে গভীর গর্ত করে ও নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কিছু অসাধু বালু ব্যবসায়ী। বিভিন্ন স্থানে বালু ব্যবসায়ীরা বালু পরিবহনের জন্য অবৈধভাবে মাটির রাস্তাও নির্মাণ করেন। তাতে নদীপাড়ের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়িঘর বিলীন হচ্ছে অনেকের।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ গত সাত দিনে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩৫টি ড্রেজার মেশিন ও দুই শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিক্রি ও মেরামতের দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত হওয়ায় বালু উত্তোলনকারীদের একটি পক্ষ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে একটি পক্ষ আজ রোববার পৌরশহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা পৌরশহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। আজ সকাল থেকে শহরে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়েছি আজ অবৈধভাবে বালু উত্তোলনকারীরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্তরাও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভের ডাক দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।’
ইউএনও আরও বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে নালিতাবাড়ী পৌরশহরে সব ধরনের সভা, স্লোগান, যেকোনো ধরনের হট্টগোল, পটকা ফোটানো, বেআইনি সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।’
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের হারুন-অর-রশিদ ও আশরাফুল ইসলাম নামের এই দুই ভাই পাঙাশ মাছের পায়েস, গরুর ভুনা, সজনে পাতার রুটি, এমনকি ইলিশ মাছের রুটির মতো অভিনব সব পদ রান্না করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
২৩ মিনিট আগেডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে ডিমলার বাবুরহাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের দুর্দশা চোখে পড়ার মতো। চার বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও সেটি মাঝপথে বন্ধ হয়ে যায়। রাস্তা খোঁড়া হলেও পরে কাজ আর এগোয়নি। ইটের খোয়া মাটির সঙ্গে মিশে গিয়ে এখন পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
৩২ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, খনি এলাকায় বসবাসকারী মানুষ সবসময় আতঙ্কে থাকেন। রাতে কম্পনের কারণে শান্তিতে ঘুমাতে পারেন না এবং প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করেন। তারা আরও বলেন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো প্রতিকার মিলছে না। যদি খনি কর্তৃপক্ষ তাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ না নেয়...
৩৫ মিনিট আগেবৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৫ ঘণ্টা আগে