জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় অপমৃত্যু মামলার তদন্তে ছেলে মায়ের হত্যাকারী বলে উদ্ঘাটিত হয়। শুক্রবার সন্ধ্যায় জাজিরা থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
মামলা সূত্রে জাজিরা থানা থেকে জানা জায়, গত বছর ২৫ নভেম্বর সন্ধ্যা ৮.৩০ থেকে পরেরদিন সকাল ৬.০০ টা পর্যন্ত যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
২৬ তারিখ সকালে নিজ বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় জাজিরার পাচু মাতবর কান্দির মৃত আ গফুর শিকদারের স্ত্রী ফুলজান বিবি (৮২) এর লাশ উদ্ধার করে জাজিরা থানা-পুলিশ।
পরে একটি সাধারণ ডায়েরি করে লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
এরই ভিত্তিতে শরীয়তপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকার মহাখালীতে যথাযথ রিপোর্টের জন্য স্যাম্পল প্রেরণ করা হলে সেখান থেকে এটি একটি হত্যাকাণ্ড বলে জানানো হয়।
এরই ভিত্তিতে ২০ জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে ৩০২ / ৩৪ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়, মামলা নম্বর-১৯।
মামলাটির তদন্তের একপর্যায়ে শুক্রবার নিহত ফুলজান বিবির ছেলে মো. হাবিবুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করে শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে সোপর্দ করে জাজিরা থানা-পুলিশ।
পরে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছেলে মো. হাবিবুর রহমান। সে জানায়, জমি লিখে না দেওয়ায় সে নিজেই তার মাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনা ধামাচাপা দিতে লাশটি আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে জানান, আমরা মামলাটির তদন্ত করতে গিয়ে নিহত ফুলজান বিবির ছেলেকে আটক করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করলে, আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এখন বিষয়টি আদালতের ব্যাপার।
শরীয়তপুরের জাজিরায় অপমৃত্যু মামলার তদন্তে ছেলে মায়ের হত্যাকারী বলে উদ্ঘাটিত হয়। শুক্রবার সন্ধ্যায় জাজিরা থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
মামলা সূত্রে জাজিরা থানা থেকে জানা জায়, গত বছর ২৫ নভেম্বর সন্ধ্যা ৮.৩০ থেকে পরেরদিন সকাল ৬.০০ টা পর্যন্ত যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
২৬ তারিখ সকালে নিজ বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় জাজিরার পাচু মাতবর কান্দির মৃত আ গফুর শিকদারের স্ত্রী ফুলজান বিবি (৮২) এর লাশ উদ্ধার করে জাজিরা থানা-পুলিশ।
পরে একটি সাধারণ ডায়েরি করে লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
এরই ভিত্তিতে শরীয়তপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকার মহাখালীতে যথাযথ রিপোর্টের জন্য স্যাম্পল প্রেরণ করা হলে সেখান থেকে এটি একটি হত্যাকাণ্ড বলে জানানো হয়।
এরই ভিত্তিতে ২০ জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে ৩০২ / ৩৪ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়, মামলা নম্বর-১৯।
মামলাটির তদন্তের একপর্যায়ে শুক্রবার নিহত ফুলজান বিবির ছেলে মো. হাবিবুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করে শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে সোপর্দ করে জাজিরা থানা-পুলিশ।
পরে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছেলে মো. হাবিবুর রহমান। সে জানায়, জমি লিখে না দেওয়ায় সে নিজেই তার মাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনা ধামাচাপা দিতে লাশটি আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে জানান, আমরা মামলাটির তদন্ত করতে গিয়ে নিহত ফুলজান বিবির ছেলেকে আটক করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করলে, আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এখন বিষয়টি আদালতের ব্যাপার।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সুলতান মার্কেট এলাকার কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধোঁয়া দেখা গেলে কারখানার নিজস্ব অগ্নিনিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
৮ মিনিট আগেআনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার জ্ঞাত আয়-বহির্ভূত এক টাকার সম্পদ অর্জনের প্রমাণ বের করতে পারলে আমি সঙ্গে সঙ্গে সেই সম্পদ লিখে দেব। আমাকে ভয় দেখাতে এসব নাটক মঞ্চস্থ করছে। আমি বাংলাদেশ তথা সিলেটের মানুষের কল্যাণে কাজ করছি। আমৃত্যু করে যাব। সুতরাং, ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।’
৩১ মিনিট আগেঅগ্রণী ব্যাংকের ৫১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে নুরজাহান গ্রুপের চার কর্ণধারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল।
৩৮ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন শেষে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার চর কবাই এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সোহেল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে। তাঁর স্বজনদের অভিযোগ, চাষের জন্য তরমুজ খেত না দেওয়ায় পরিকল
১ ঘণ্টা আগে