নাজমুল হাসান সাগর, মাঝিকান্দি চর থেকে
প্রথমবারের মতো পদ্মা সেতুর দুই পাশেই জ্বালানো হলো সড়কবাতি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষামূলকভাবে সেতুর সবগুলো সড়কবাতি জ্বালানো হয়।
শুরুতে বাতি জ্বালানো হয় মাওয়া প্রান্তের কিছু অংশে। এরপর ১০ মিনিটের মধ্যে ধাপে ধাপে সবগুলো বাতি জ্বলে ওঠে। সেতুর আলোয় ঝলমল করে ওঠে পদ্মার বুক।
এর আগে সেতুর কিছু কিছু অংশে আলো জ্বালানো হয়েছিল। এবারই প্রথম দুই পাশে আলো জ্বালানো হলো। সেতুর আলো যেন এই অঞ্চলের মানুষের জীবনের আলো হয়ে ওঠে এমই আশা মাঝ পদ্মার পাইনপাড়ার মাঝিকান্দি চরের বাসিন্দাদের। এই চরের বাসিন্দা ইউনুস আলী বিকেল থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন সেতুজুড়ে আলো দেখার জন্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইডা আমাগো জন্যি খুব আনন্দের বিষয়। আগেও সেতুতে বাতি জ্বালাইছে, কিন্তু পুরাডা জুইড়া না। আইজকাই প্রথম পুরা সেতু জুইড়া আলো জ্বালাইতে দেখলাম।’
পাশ থেকে নিজের উচ্ছ্বাস আর আশাবাদের কথা জানালেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘চোখের সামনে এই সেতু হইতে দেখলাম। কয় দিন পর উদ্বোধন হইব এইডা। প্রধানমন্ত্রী আইব। আমরা খুব আনন্দিত। আইজকা প্রথম পুরা সেতুতে বাতি জ্বালাইছে, এইডা দেহনের জন্য অপেক্ষা করতেছিলাম। আশা করি, সেতুর এই আলো আমাগো সবার জীবন আলোকিত করব।’
সেতু নিয়ে অনেক আশা রয়েছে এই এলাকার বাসিন্দাদের। এমনটা জানিয়ে মাঝিকান্দি চরের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, ‘এই সেতু আমাগো স্বপ্নের সেতু। এই জন্য আমরা অনেক খুশি। কিন্তু সরকারের কাছে আমাগো আবেদন, সেতুর কারণে যারা কর্মহারা হইব তাগোর জন্য যেন সরকার কর্মের ব্যবস্থা করে।’
এর আগে গত ৭ জুন শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়। এরপর প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এসব বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়।
পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট রয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
২৫ জুন উদ্বোধন করা হবে পদ্মা সেতু। উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে পদ্মার দুই প্রান্তে চলছে জোর প্রস্তুতি। জারি করা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। পদ্মাপারের বাসিন্দাদের মতো সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে উদ্বোধনের।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
প্রথমবারের মতো পদ্মা সেতুর দুই পাশেই জ্বালানো হলো সড়কবাতি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষামূলকভাবে সেতুর সবগুলো সড়কবাতি জ্বালানো হয়।
শুরুতে বাতি জ্বালানো হয় মাওয়া প্রান্তের কিছু অংশে। এরপর ১০ মিনিটের মধ্যে ধাপে ধাপে সবগুলো বাতি জ্বলে ওঠে। সেতুর আলোয় ঝলমল করে ওঠে পদ্মার বুক।
এর আগে সেতুর কিছু কিছু অংশে আলো জ্বালানো হয়েছিল। এবারই প্রথম দুই পাশে আলো জ্বালানো হলো। সেতুর আলো যেন এই অঞ্চলের মানুষের জীবনের আলো হয়ে ওঠে এমই আশা মাঝ পদ্মার পাইনপাড়ার মাঝিকান্দি চরের বাসিন্দাদের। এই চরের বাসিন্দা ইউনুস আলী বিকেল থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন সেতুজুড়ে আলো দেখার জন্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইডা আমাগো জন্যি খুব আনন্দের বিষয়। আগেও সেতুতে বাতি জ্বালাইছে, কিন্তু পুরাডা জুইড়া না। আইজকাই প্রথম পুরা সেতু জুইড়া আলো জ্বালাইতে দেখলাম।’
পাশ থেকে নিজের উচ্ছ্বাস আর আশাবাদের কথা জানালেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘চোখের সামনে এই সেতু হইতে দেখলাম। কয় দিন পর উদ্বোধন হইব এইডা। প্রধানমন্ত্রী আইব। আমরা খুব আনন্দিত। আইজকা প্রথম পুরা সেতুতে বাতি জ্বালাইছে, এইডা দেহনের জন্য অপেক্ষা করতেছিলাম। আশা করি, সেতুর এই আলো আমাগো সবার জীবন আলোকিত করব।’
সেতু নিয়ে অনেক আশা রয়েছে এই এলাকার বাসিন্দাদের। এমনটা জানিয়ে মাঝিকান্দি চরের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, ‘এই সেতু আমাগো স্বপ্নের সেতু। এই জন্য আমরা অনেক খুশি। কিন্তু সরকারের কাছে আমাগো আবেদন, সেতুর কারণে যারা কর্মহারা হইব তাগোর জন্য যেন সরকার কর্মের ব্যবস্থা করে।’
এর আগে গত ৭ জুন শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়। এরপর প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এসব বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়।
পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট রয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
২৫ জুন উদ্বোধন করা হবে পদ্মা সেতু। উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে পদ্মার দুই প্রান্তে চলছে জোর প্রস্তুতি। জারি করা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। পদ্মাপারের বাসিন্দাদের মতো সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে উদ্বোধনের।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
রাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আরমান মির্জা (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পাস করেছেন।
১৫ মিনিট আগেবক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপর দিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির...
২৬ মিনিট আগেসাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা শহরের পিটিআই মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানপুর এলাকার বাসিন্দা ও বর্ণমালা একাডেমির পরিচালক।
৩৯ মিনিট আগেমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় তার মা ইভা ৮ শতাংশ, ভাই তাওহীদ ১৫ শতাংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে