শরীয়তপুর প্রতিনিধি
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিরঘাট যাওয়ার সময় পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার পূর্বদিকের একটি চরে আটকা পড়ে ফেরি ফরিদপুর। রোববার দিবাগত রাতে ঝড়ের কবলে পরে মাঝপদ্মায় চরে আটকা পড়ে ফেরিটি। ৩ ঘণ্টা আটকা থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি উদ্ধার করে শরীয়তপুরের মাঝিরঘাটে নিয়ে আসা হয়।
জানা যায়, ঝড়ের বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরির সামনের অংশে থাকা র্যাম্প। এ ছাড়াও র্যাম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্স। রাত ২ টা ৩০ মিনিটে শিমুলিয়া থেকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরিটি।
ফেরিতে থাকা যাত্রী রাসেদুল আলম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, শিমুলিয়া থেকে ১৪টি ছোট-বড় যানবাহন ও ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে রাত আড়াইটার দিকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি ফরিদপুর। রাত ৩টার দিকে মাঝনদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নদীতে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ফেরির সামনে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির ক্ষতিগ্রস্ত র্যাম্পের ধাক্কায় ফেরির সামনের দিকে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঝোড়ো বাতাসে কিছুটা পূর্ব দিকে সরে গিয়ে একটি চরে আটকা পরে ফেরিটি। ভোররাতে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও ফেরি আটকে পড়া নদীর ওই অংশে পানি কম থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হয়। জোয়ারে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলে সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি চর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেরিটি মাঝিরঘাটে নিয়ে আসা হয়েছে।
ফেরি ফরিদপুরের মাস্টার শৈশব দে আজকের পত্রিকাকে বলেন, ‘শিমুলিয়া থেকে ছেড়ে আসার ৩০ মিনিট পর ঝড়ের কবলে পড়ি। ঝড়ের ঘূর্ণি বাতাসে ফেরিটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এ সময় নদীতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ফেরির সামনের অংশের ধাক্কা লাগে। খুঁটির ধাক্কায় ফেরির সামনের অংশে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরিটি পার্শ্ববর্তী একটি চরে নোঙর করে রাখি। নদীর অংশে পানির গভীরতা কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও নাব্যতা-সংকটে উদ্ধারকারী জাহাজ ফেরির কাছে পৌঁছাতে পারেনি। পরে সকাল ৬টার দিকে জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি পেলে ফেরিটি চালিয়ে মাঝিরঘাটে নিয়ে আসি।’
ঝড়ের কবলে পড়ে নদীতে ফেরি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির মাঝিরঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরিটি উদ্ধার করা হয়েছে। ফেরিটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ শুরু করা হয়েছে। কাজ শেষেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (মেরিন) আলী আহমদ জানান, ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ফেরিটি মাঝিরঘাটে যানবাহন নামিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়েছে। মেরিন বিভাগের প্রকৌশলীরা শিমুলিয়া ঘাটে থাকা ফেরিটি সংস্কারেরকাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ফেরিটি সংস্কার শেষে বহরে যুক্ত হবে।
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিরঘাট যাওয়ার সময় পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার পূর্বদিকের একটি চরে আটকা পড়ে ফেরি ফরিদপুর। রোববার দিবাগত রাতে ঝড়ের কবলে পরে মাঝপদ্মায় চরে আটকা পড়ে ফেরিটি। ৩ ঘণ্টা আটকা থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি উদ্ধার করে শরীয়তপুরের মাঝিরঘাটে নিয়ে আসা হয়।
জানা যায়, ঝড়ের বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরির সামনের অংশে থাকা র্যাম্প। এ ছাড়াও র্যাম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্স। রাত ২ টা ৩০ মিনিটে শিমুলিয়া থেকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরিটি।
ফেরিতে থাকা যাত্রী রাসেদুল আলম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, শিমুলিয়া থেকে ১৪টি ছোট-বড় যানবাহন ও ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে রাত আড়াইটার দিকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি ফরিদপুর। রাত ৩টার দিকে মাঝনদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নদীতে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ফেরির সামনে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির ক্ষতিগ্রস্ত র্যাম্পের ধাক্কায় ফেরির সামনের দিকে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঝোড়ো বাতাসে কিছুটা পূর্ব দিকে সরে গিয়ে একটি চরে আটকা পরে ফেরিটি। ভোররাতে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও ফেরি আটকে পড়া নদীর ওই অংশে পানি কম থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হয়। জোয়ারে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলে সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি চর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেরিটি মাঝিরঘাটে নিয়ে আসা হয়েছে।
ফেরি ফরিদপুরের মাস্টার শৈশব দে আজকের পত্রিকাকে বলেন, ‘শিমুলিয়া থেকে ছেড়ে আসার ৩০ মিনিট পর ঝড়ের কবলে পড়ি। ঝড়ের ঘূর্ণি বাতাসে ফেরিটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এ সময় নদীতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ফেরির সামনের অংশের ধাক্কা লাগে। খুঁটির ধাক্কায় ফেরির সামনের অংশে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরিটি পার্শ্ববর্তী একটি চরে নোঙর করে রাখি। নদীর অংশে পানির গভীরতা কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও নাব্যতা-সংকটে উদ্ধারকারী জাহাজ ফেরির কাছে পৌঁছাতে পারেনি। পরে সকাল ৬টার দিকে জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি পেলে ফেরিটি চালিয়ে মাঝিরঘাটে নিয়ে আসি।’
ঝড়ের কবলে পড়ে নদীতে ফেরি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির মাঝিরঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরিটি উদ্ধার করা হয়েছে। ফেরিটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ শুরু করা হয়েছে। কাজ শেষেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (মেরিন) আলী আহমদ জানান, ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ফেরিটি মাঝিরঘাটে যানবাহন নামিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়েছে। মেরিন বিভাগের প্রকৌশলীরা শিমুলিয়া ঘাটে থাকা ফেরিটি সংস্কারেরকাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ফেরিটি সংস্কার শেষে বহরে যুক্ত হবে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৩ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে