সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদার মোড়ল (৫৭) মারা গেছেন। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিদার মোড়ল জেলার কলারোয়া উপজেলার সরসকাটি গ্রামের তমেজউদ্দীনের ছেলে।
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বিদারের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ। তিনি বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় গত ২৫ এপ্রিল বিদারের বাম পায়ে গ্যাংগ্রিন (ঘা) হয়। তখন তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনায় পাঠানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢামেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে।’
২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আসামি হওয়ায় তিনি ১৮ বছর তিন মাসের সাজা পান বলে জানান জেলার মামুনুর।
জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে ফেরার পথে বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তার ওপরে আড় করে রেখে শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালান।
হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতা-কর্মী আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেন সাতক্ষীরার একটি আদালত।
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদার মোড়ল (৫৭) মারা গেছেন। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিদার মোড়ল জেলার কলারোয়া উপজেলার সরসকাটি গ্রামের তমেজউদ্দীনের ছেলে।
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বিদারের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ। তিনি বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় গত ২৫ এপ্রিল বিদারের বাম পায়ে গ্যাংগ্রিন (ঘা) হয়। তখন তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনায় পাঠানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢামেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে।’
২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আসামি হওয়ায় তিনি ১৮ বছর তিন মাসের সাজা পান বলে জানান জেলার মামুনুর।
জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে ফেরার পথে বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তার ওপরে আড় করে রেখে শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালান।
হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতা-কর্মী আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেন সাতক্ষীরার একটি আদালত।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে