শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সাংগঠনিক কাজে যাওয়া ছাত্রশিবিরের নেতাদের মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলন ও তাঁর বাবার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় শিবিরের ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোমানতলী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দাওয়াতি কাজে সাবেক এমপি আতাউল হক দোলনের বাড়িসংলগ্ন গোমানতলী ফাজিল মাদ্রাসায় যান ছাত্রশিবিরের ২০-২২ জন নেতা-কর্মী। বিষয়টি জানতে পেরে দোলনের ছেলে ফাহিম রাব্বির নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে শিবির নেতা-কর্মীদের ওপর চড়াও হন। হামলায় গুরুতর আহত হন শিবিরের উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আসাদুল্লাহ সাঈদী, মহসীন কলেজ শাখার সেক্রেটারি আল শাহরিয়ার রোকন, পৌর সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম ও শিবিরকর্মী মিরাজ।
এ দিকে নেতা-কর্মীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিবিরের প্রায় ৩০০ নেতা-কর্মী উপজেলা সদরে জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটাসহ তাঁরা মিছিল নিয়ে গোমানতলী গ্রামে গিয়ে আতাউল হক দোলন ও তাঁর বাবা সাবেক এমপি এ কে ফজলুল হকের বাড়িতে হামলা চালান। ফজলুল হক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ‘সাবেক এমপির ছেলে ফাহিম রাব্বির নির্দেশে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় সংগঠনের ১৬ নেতা-কর্মী আহত হন।’
এ বিষয়ে হোয়াটসঅ্যাপে কথা হলে দোলন বলেন, শিবিরের কর্মীরা স্থানীয় গ্রামবাসীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় তাঁর ছেলে ফাহিম রাব্বি এলাকার মুরুব্বিদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জামায়াত-শিবিরের ৪০০-৫০০ লোকজন দুটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সাংগঠনিক কাজে যাওয়া ছাত্রশিবিরের নেতাদের মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলন ও তাঁর বাবার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় শিবিরের ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোমানতলী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দাওয়াতি কাজে সাবেক এমপি আতাউল হক দোলনের বাড়িসংলগ্ন গোমানতলী ফাজিল মাদ্রাসায় যান ছাত্রশিবিরের ২০-২২ জন নেতা-কর্মী। বিষয়টি জানতে পেরে দোলনের ছেলে ফাহিম রাব্বির নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে শিবির নেতা-কর্মীদের ওপর চড়াও হন। হামলায় গুরুতর আহত হন শিবিরের উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আসাদুল্লাহ সাঈদী, মহসীন কলেজ শাখার সেক্রেটারি আল শাহরিয়ার রোকন, পৌর সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম ও শিবিরকর্মী মিরাজ।
এ দিকে নেতা-কর্মীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিবিরের প্রায় ৩০০ নেতা-কর্মী উপজেলা সদরে জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটাসহ তাঁরা মিছিল নিয়ে গোমানতলী গ্রামে গিয়ে আতাউল হক দোলন ও তাঁর বাবা সাবেক এমপি এ কে ফজলুল হকের বাড়িতে হামলা চালান। ফজলুল হক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ‘সাবেক এমপির ছেলে ফাহিম রাব্বির নির্দেশে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় সংগঠনের ১৬ নেতা-কর্মী আহত হন।’
এ বিষয়ে হোয়াটসঅ্যাপে কথা হলে দোলন বলেন, শিবিরের কর্মীরা স্থানীয় গ্রামবাসীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় তাঁর ছেলে ফাহিম রাব্বি এলাকার মুরুব্বিদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জামায়াত-শিবিরের ৪০০-৫০০ লোকজন দুটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
২০ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
২ ঘণ্টা আগে