Ajker Patrika

কাউন্সিলরের বিরুদ্ধে রেলওয়ে মসজিদের জমি দখলের অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
কাউন্সিলরের বিরুদ্ধে রেলওয়ে মসজিদের জমি দখলের অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর বিরুদ্ধে রেলস্টেশন জামে মসজিদের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন মসজিদ কমিটির সদস্যসহ স্থানীয় গ্রামবাসী। 

আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। সেই সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজি মোস্তাফিজুর রহমান লাইজু ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, মসজিদের দখলে থাকা জায়গা গতকাল শনিবার দুপুরে কাউন্সিলর হাসানুরসহ তাঁর লোকজন দখল করতে আসেন। এ সময় মসজিদ কমিটির সদস্যসহ গ্রামবাসী বাধা দিতে গেলে তাঁদের লাঞ্ছিত করা হয়। 

তবে কাউন্সিলর হাসানুর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মসজিদ কমিটির লোকজন স্থানীয় একজনের দোকান ভেঙে দিচ্ছিলেন। আমি বাধা দিতে গেলে তাঁরা আমার ওপর হামলা করে লাঞ্ছিত করেন। আমি কোনো অন্যায় করিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’ 

এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, কাউন্সিলর হাসানুর রহমান তাঁর নিজের জন্য জায়গা দখল করতে যায়নি। ওই জায়গায় একজনের দোকান ছিল। তাঁর পক্ষে কথা বলতে গিয়ে মসজিদ কমিটির সঙ্গে এ বিরোধের সৃষ্টি হয়েছে। বিষয়টি উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আপস করে দেওয়া হবে। 

ইউএনও মীর মো. কামাহ তমাল জানান, মসজিদ কমিটি লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত