রংপুর প্রতিনিধি
রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় সাংবাদিকসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালতে জামিন নিতে গেলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবদুল মজিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি রুহুল আমিন।
মামলার আসামিরা হলেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন ও নুর আলম।
মামলার অভিযোগে জানা গেছে, ফেসবুক লাইভে এসে সুনাম ক্ষুণ্নের অভিযোগে মামলাটি করা হয়। ২০২২ সালের জুলাইতে সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলামের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার বাসিন্দা নুর আলম ফেসবুক লাইভটি করেন। এ সময় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করা হয়। লাইভে রফিকুলের বিষয়ে নানা অভিযোগ করা হয়। বিষয়টি রফিকুলের সম্মুখে এলে তিনি বাদী হয়ে আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলমের বিরুদ্ধে মামলাটি করেন।
রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ (২), ২৫ (২), ২৯ (১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আসামি খন্দকার মিলন আল মামুন ও নুর আলম গতকাল রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালতে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, ‘আমরা উচ্চ আদালতে যাব।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে কারাগারে পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতারা।
রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় সাংবাদিকসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালতে জামিন নিতে গেলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবদুল মজিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি রুহুল আমিন।
মামলার আসামিরা হলেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন ও নুর আলম।
মামলার অভিযোগে জানা গেছে, ফেসবুক লাইভে এসে সুনাম ক্ষুণ্নের অভিযোগে মামলাটি করা হয়। ২০২২ সালের জুলাইতে সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলামের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার বাসিন্দা নুর আলম ফেসবুক লাইভটি করেন। এ সময় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করা হয়। লাইভে রফিকুলের বিষয়ে নানা অভিযোগ করা হয়। বিষয়টি রফিকুলের সম্মুখে এলে তিনি বাদী হয়ে আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলমের বিরুদ্ধে মামলাটি করেন।
রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ (২), ২৫ (২), ২৯ (১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আসামি খন্দকার মিলন আল মামুন ও নুর আলম গতকাল রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালতে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, ‘আমরা উচ্চ আদালতে যাব।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে কারাগারে পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতারা।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
৭ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে