উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জের ধরে উম্মে কুলসুম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে কিশোরপুর বকসিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ মমিলা বেগম নামে একজনকে গ্রেপ্তার করে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক মামলা ও একজনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত উম্মে কুলসুম থেতরাই ইউনিয়নের কিশোরপুর বকসিপাড়ার সামছুল ইসলামের স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, কিশোরপুর বকসিপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম ও ছোট ভাই সামছুল ইসলাম একই বাড়িতে বসবাস করে আসছিলেন। উভয়ে একই বাড়িতে থাকার কারণে প্রায় প্রতিদিন রফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম (৪০) ও সামছুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুমের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিকেলে পারিবারিকভাবে তা মীমাংসা করা হয়। আমিনা বেগম মারামারির বিষয়টি মোবাইল ফোনে পার্শ্ববর্তী এলাকায় তাঁর বাবার বাড়িতে জানান।
মামলা সূত্রে আরও জানা গেছে, পরে রাতে বড় বোন মমিলা বেগম (৪২) ও মা উম্মে কুলছুম মেয়ে আমিনা বেগমের বাড়িতে আসেন। এরপর তিনজন উম্মে কুলসুমের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরই একপর্যায়ে মমিলা বেগম, উম্মে কুলছুম ও আমিনা বেগম উম্মে কুলসুমকে মারধর শুরু করলে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় স্বামী সামছুল ইসলাম ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় উম্মে কুলসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সামছুল আলম রোববার বাদী হয়ে মমিলা বেগম, উম্মে কুলছুম, আমিনা বেগম ও আমিনা বেগমের বাবা মুকুল তেলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মমিলা বেগমকে গ্রেপ্তার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, উম্মে কুলসুম নামের ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জের ধরে উম্মে কুলসুম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে কিশোরপুর বকসিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ মমিলা বেগম নামে একজনকে গ্রেপ্তার করে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক মামলা ও একজনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত উম্মে কুলসুম থেতরাই ইউনিয়নের কিশোরপুর বকসিপাড়ার সামছুল ইসলামের স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, কিশোরপুর বকসিপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম ও ছোট ভাই সামছুল ইসলাম একই বাড়িতে বসবাস করে আসছিলেন। উভয়ে একই বাড়িতে থাকার কারণে প্রায় প্রতিদিন রফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম (৪০) ও সামছুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুমের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিকেলে পারিবারিকভাবে তা মীমাংসা করা হয়। আমিনা বেগম মারামারির বিষয়টি মোবাইল ফোনে পার্শ্ববর্তী এলাকায় তাঁর বাবার বাড়িতে জানান।
মামলা সূত্রে আরও জানা গেছে, পরে রাতে বড় বোন মমিলা বেগম (৪২) ও মা উম্মে কুলছুম মেয়ে আমিনা বেগমের বাড়িতে আসেন। এরপর তিনজন উম্মে কুলসুমের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরই একপর্যায়ে মমিলা বেগম, উম্মে কুলছুম ও আমিনা বেগম উম্মে কুলসুমকে মারধর শুরু করলে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় স্বামী সামছুল ইসলাম ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় উম্মে কুলসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সামছুল আলম রোববার বাদী হয়ে মমিলা বেগম, উম্মে কুলছুম, আমিনা বেগম ও আমিনা বেগমের বাবা মুকুল তেলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মমিলা বেগমকে গ্রেপ্তার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, উম্মে কুলসুম নামের ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে