Ajker Patrika

গাইবান্ধায় আজকের পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উদ্‌যাপন

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২২: ১৯
গাইবান্ধায় আজকের পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উদ্‌যাপন

গাইবান্ধায় আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পণ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

দুপুর সাড়ে ১২টায় দিকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। পরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে আলোচনা সভা হয়। গাইবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল নবী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানটি আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম সঞ্চালনা করেন। 

প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব সরওয়ার হোসেন শাহীন। উদ্বোধনী বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা জেলা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান খান আবু, সাংবাদিক গৌতম গুহ আশীষ, কায়সার রুমেল, মেহেদী বাবু, হারুনু অর রশিদ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, জাহিদ হাসান, মোমেনুর সাগর প্রমুখ। 

বক্তারা বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদের জন্য আজকের পত্রিকার ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ-দুর্দশা এবং ইতিবাচক নানা উন্নয়নচিত্র প্রকাশের আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত