লালমনিরহাট প্রতিনিধি
ভালোবেসে বিয়ে করেন সুলতানা পারভিন সোহা (২৫) ও প্রবাসী আশরাফুল ইসলাম অনিক (২৮)। বিয়ের পর সুখ-স্বচ্ছন্দে চলছিল তাঁদের নতুন জীবন। এর মধ্যে একটি আপত্তিকর ভিডিও তাঁদের জীবনে আনে চরম দুঃসহ এক বিপর্যয়। এর ভয়াবহতায় গত রোববার (৬ এপ্রিল) আত্মহত্যার পথ বেছে নেন সুলতানা পারভিন।
এই ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় অভিযুক্ত মোহাম্মদ নাহিন শেখের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
সুলতানা পারভিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিদ্দিক আলীর মেয়ে, আর একই এলাকার বাসিন্দা জাপানপ্রবাসী আশরাফুল ইসলাম অনিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১০ মাস আগে জাপানপ্রবাসী আশরাফুল ইসলাম অনিকের সঙ্গে সুলতানার বিয়ে হয়। বিয়ের পর অনিক স্ত্রীর ভিসার সব কার্যক্রম শেষ করেন, ঠিক তখনই নেমে আসে অন্ধকার এক ছায়া। গত রোববার নিজ বাড়িতে আত্মহত্যার মধ্য দিয়েই শেষ হয় তাঁর স্বপ্নের পথচলা।
তাঁরা জানান, অনিকের ভগ্নিপতি পর্তুগালপ্রবাসী মোহাম্মদ নাহিন শেখ ওরফে মৃদুল, তাঁদের প্রেমের এই বিয়ে মেনে নেননি। তাই তাঁদের বিচ্ছেদ ঘটাতে তিনিই পরিকল্পিতভাবে এআই ব্যবহার করে সুলতানার ছবি দিয়ে তৈরি করেন একটি আপত্তিকর ভিডিও। সেই ভিডিও ছড়িয়ে দেন একটি ফেক আইডি থেকে। প্রথমে সুলতানাকে এবং পরে তাঁর স্বামী অনিককেও পাঠানো হয় সেই ভিডিও।
এতে তাঁদের সংসারে শুরু হয় ভুল-বোঝাবুঝি ও মানসিক নির্যাতন। পরবর্তীকালে জানা যায়, ভিডিওটি ভুয়া এবং এর পেছনে ছিলেন নাহিন শেখ। তবে তত দিনে অনেক দেরি হয়ে গেছে। আত্মহত্যার আগে সুলতানা পারভিন তিন পাতার সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে তিনি পর্তুগালপ্রবাসী নাহিন শেখের বিরুদ্ধে অভিযোগ করেন এবং ন্যায়বিচারের আবেদন জানান।
সুলতানার মা ফিরোজা বেগম বলেন, ‘আমার মেয়েকে ওরা শেষ করে দিয়েছে, এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
সুলতানার ভাই নৌবাহিনীর কোস্ট গার্ডে কর্মরত আলিমুল ইসলাম বলেন, ‘আমার বোন কিছুই বুঝে উঠতে পারছিল না। আমরা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার ভেতরে ভেঙে গিয়েছিল। একপর্যায়ে আমাদের সকলের অগোচরে চিরদিনের জন্য চলে গেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
সুলতানার স্বামী আশরাফুল ইসলাম অনিক ভিডিও কলে বলেন, ‘আমি ওকে (সোহা) ভালোবেসে বিয়ে করেছি। সব কাগজপত্র ঠিক করে ওকে জাপানে নিতে চেয়েছিলাম। কিন্তু আমার বোন জামাই মেনে নেয়নি। সে পরিকল্পনা করেই এসব করেছে। আমি আইনি ব্যবস্থা নেব, এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত প্রবাসী মোহাম্মদ নাহিন শেখ ওরফে মৃদুলের সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন। যা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভালোবেসে বিয়ে করেন সুলতানা পারভিন সোহা (২৫) ও প্রবাসী আশরাফুল ইসলাম অনিক (২৮)। বিয়ের পর সুখ-স্বচ্ছন্দে চলছিল তাঁদের নতুন জীবন। এর মধ্যে একটি আপত্তিকর ভিডিও তাঁদের জীবনে আনে চরম দুঃসহ এক বিপর্যয়। এর ভয়াবহতায় গত রোববার (৬ এপ্রিল) আত্মহত্যার পথ বেছে নেন সুলতানা পারভিন।
এই ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় অভিযুক্ত মোহাম্মদ নাহিন শেখের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
সুলতানা পারভিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিদ্দিক আলীর মেয়ে, আর একই এলাকার বাসিন্দা জাপানপ্রবাসী আশরাফুল ইসলাম অনিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১০ মাস আগে জাপানপ্রবাসী আশরাফুল ইসলাম অনিকের সঙ্গে সুলতানার বিয়ে হয়। বিয়ের পর অনিক স্ত্রীর ভিসার সব কার্যক্রম শেষ করেন, ঠিক তখনই নেমে আসে অন্ধকার এক ছায়া। গত রোববার নিজ বাড়িতে আত্মহত্যার মধ্য দিয়েই শেষ হয় তাঁর স্বপ্নের পথচলা।
তাঁরা জানান, অনিকের ভগ্নিপতি পর্তুগালপ্রবাসী মোহাম্মদ নাহিন শেখ ওরফে মৃদুল, তাঁদের প্রেমের এই বিয়ে মেনে নেননি। তাই তাঁদের বিচ্ছেদ ঘটাতে তিনিই পরিকল্পিতভাবে এআই ব্যবহার করে সুলতানার ছবি দিয়ে তৈরি করেন একটি আপত্তিকর ভিডিও। সেই ভিডিও ছড়িয়ে দেন একটি ফেক আইডি থেকে। প্রথমে সুলতানাকে এবং পরে তাঁর স্বামী অনিককেও পাঠানো হয় সেই ভিডিও।
এতে তাঁদের সংসারে শুরু হয় ভুল-বোঝাবুঝি ও মানসিক নির্যাতন। পরবর্তীকালে জানা যায়, ভিডিওটি ভুয়া এবং এর পেছনে ছিলেন নাহিন শেখ। তবে তত দিনে অনেক দেরি হয়ে গেছে। আত্মহত্যার আগে সুলতানা পারভিন তিন পাতার সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে তিনি পর্তুগালপ্রবাসী নাহিন শেখের বিরুদ্ধে অভিযোগ করেন এবং ন্যায়বিচারের আবেদন জানান।
সুলতানার মা ফিরোজা বেগম বলেন, ‘আমার মেয়েকে ওরা শেষ করে দিয়েছে, এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
সুলতানার ভাই নৌবাহিনীর কোস্ট গার্ডে কর্মরত আলিমুল ইসলাম বলেন, ‘আমার বোন কিছুই বুঝে উঠতে পারছিল না। আমরা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার ভেতরে ভেঙে গিয়েছিল। একপর্যায়ে আমাদের সকলের অগোচরে চিরদিনের জন্য চলে গেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
সুলতানার স্বামী আশরাফুল ইসলাম অনিক ভিডিও কলে বলেন, ‘আমি ওকে (সোহা) ভালোবেসে বিয়ে করেছি। সব কাগজপত্র ঠিক করে ওকে জাপানে নিতে চেয়েছিলাম। কিন্তু আমার বোন জামাই মেনে নেয়নি। সে পরিকল্পনা করেই এসব করেছে। আমি আইনি ব্যবস্থা নেব, এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত প্রবাসী মোহাম্মদ নাহিন শেখ ওরফে মৃদুলের সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন। যা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে