দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে নৈশ প্রহরী হত্যা মামলায় ২৬ বছর পর তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মালায় একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। হত্যা মামলার ২৫ বছর ৯ মাস ২৬ দিন পর এ রায় ঘোষণা করা হলো।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে আফজাল হোসেন, উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ ও একই এলাকার কাচুয়া শাহের ছেলে শামসুল হক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আব্দুল কাফীকে বেকসুর খালাস দেন।
নৈশপ্রহরী তজিম উদ্দিন চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুরের বাসিন্দা। তাঁর স্ত্রী আরজিনা বেওয়া বাদী হয়ে মামলা করেন।
মামলার উল্লেখ করা হয়, গত ৯৭ সালের ৩১ জুলাই কারেন্টহাটে সামসুদ্দিনের মিলে ডিউটিতে যান তজিম উদ্দিন। এরপর তিনি নিখোঁজ ছিলেন। পরে ২ আগস্ট মিলের মালিক সামসুদ্দিন জানান তজিমুদ্দিন তাঁর মিলে ডিউটিতে যায়নি। ৩ আগস্ট বাড়ির অদূরে দামুদার পুকুরে তজিমুদ্দিনের মরদেহ পাওয়া যায়। এ সময় মরদেহের গলায় আঘাত ও পেটসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এর আগে ১৯৯৭ সালের ৩০ জুলাই আসামিদের সঙ্গে জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি নিয়ে মিলে আলোচনায় বসেন। সেদিন জমির বিরোধ নিষ্পত্তি হয়নি। এ ঘটনায় স্ত্রী আরজিনা বেওয়া ৬ আগস্ট চিরিরবন্দর থানায় মামলা করেন। মামলায় ৭ জনের নাম দিয়ে উল্লেখ করেন।
পরে মামলার তদন্ত শেষে পাঁচজনের নাম উল্লেখ করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে আসামি মোখলেছার রহমান মামলা চলাকালে মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া আসামি আব্দুল কাফির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাঁকে খালাস দেন।
মামলা পরিচালনায় রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি হাসনে ইমাম নয়ন ও মোস্তাফিজুর রহমান টুটুল ও আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আব্দুস সামাদ।
দিনাজপুরের চিরিরবন্দরে নৈশ প্রহরী হত্যা মামলায় ২৬ বছর পর তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মালায় একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। হত্যা মামলার ২৫ বছর ৯ মাস ২৬ দিন পর এ রায় ঘোষণা করা হলো।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে আফজাল হোসেন, উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ ও একই এলাকার কাচুয়া শাহের ছেলে শামসুল হক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আব্দুল কাফীকে বেকসুর খালাস দেন।
নৈশপ্রহরী তজিম উদ্দিন চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুরের বাসিন্দা। তাঁর স্ত্রী আরজিনা বেওয়া বাদী হয়ে মামলা করেন।
মামলার উল্লেখ করা হয়, গত ৯৭ সালের ৩১ জুলাই কারেন্টহাটে সামসুদ্দিনের মিলে ডিউটিতে যান তজিম উদ্দিন। এরপর তিনি নিখোঁজ ছিলেন। পরে ২ আগস্ট মিলের মালিক সামসুদ্দিন জানান তজিমুদ্দিন তাঁর মিলে ডিউটিতে যায়নি। ৩ আগস্ট বাড়ির অদূরে দামুদার পুকুরে তজিমুদ্দিনের মরদেহ পাওয়া যায়। এ সময় মরদেহের গলায় আঘাত ও পেটসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এর আগে ১৯৯৭ সালের ৩০ জুলাই আসামিদের সঙ্গে জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি নিয়ে মিলে আলোচনায় বসেন। সেদিন জমির বিরোধ নিষ্পত্তি হয়নি। এ ঘটনায় স্ত্রী আরজিনা বেওয়া ৬ আগস্ট চিরিরবন্দর থানায় মামলা করেন। মামলায় ৭ জনের নাম দিয়ে উল্লেখ করেন।
পরে মামলার তদন্ত শেষে পাঁচজনের নাম উল্লেখ করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে আসামি মোখলেছার রহমান মামলা চলাকালে মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া আসামি আব্দুল কাফির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাঁকে খালাস দেন।
মামলা পরিচালনায় রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি হাসনে ইমাম নয়ন ও মোস্তাফিজুর রহমান টুটুল ও আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আব্দুস সামাদ।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে