Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটি। আজ বুধবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে সমাবেশে সিপিবি সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সম্পাদক মণ্ডলীর সদস্য আহছানুল হাবিব বাবু, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, সদর উপজেলা শাখার সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা বলেন, চাল-ডাল-তেল-পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহরা। ডিজেল-কেরোসিন ও এলপিজির দাম বাড়ানোয় এখন পরিস্থিতি ‘মরার ওপর খাঁড়ার ঘা’-এর সমতুল্য। জনগণের জীবনযাত্রা বিপন্ন। সমাবেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত