Ajker Patrika

অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৩: ৪৫
অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ 

রংপুরের পীরগাছা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অটোচালক রোস্তম আলী (৬৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চৌধুরাণী রামচন্দ্রপাড়ার রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হন।

নিহত রোস্তম আলী গাইবান্ধার নতুন বন্দর ডিমলা এলাকার মৃত আজিজুল আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে বিকট শব্দ আর মানুষের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে এবং পীরগাছা থানার পুলিশকে খবর দেয়।

স্থানীয় লিয়াকত আলী নামে এক ব্যক্তি বলেন, অটোরিকশাটি রংপুর থেকে গাইবান্ধার দিকে ফিরছিল। আর অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে সুন্দরগঞ্জ থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পথে রামচন্দ্রপাড়া এলাকায় অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে এবং অ্যাম্বুলেন্সটি উল্টে যায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্স থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত