Ajker Patrika

দেশে বিদেশি নির্ভরতা কমাতে দরকার উদ্ভাবনী শক্তি: ড. তৌফিক-ই-ইলাহী 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৪৩
দেশে বিদেশি নির্ভরতা কমাতে দরকার উদ্ভাবনী শক্তি: ড. তৌফিক-ই-ইলাহী 

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, ‘আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার উদ্ভাবনী শক্তি। তবেই আমরা বিদেশি নির্ভরতা কমাতে পারব। এ জন্য সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে।’

আজ মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কৃষকদের মধ্যে সৌর বিদ্যুৎ বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেন। এই প্রকল্পের অধীনে ২১টি জেলা ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বহু কৃষক উপকৃত হয়েছে। বিদ্যুতের চাহিদা পূরণে আমাদের সৌর শক্তিকে কাজে লাগাতে হবে।’

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ‘উন্নত রাষ্ট্রগুলো অতিরিক্ত কার্বন নি: সরণ করছে। এতে আমদের মতো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য তারা আমাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য।’

সভায় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, নেসকো পিএলসি চেয়ারম্যান সৈয়াদ মাসুদ আহম্মেদ চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান দেবাশীষ চক্রবতী, নেসকো পিএরসি ব্যবস্থাপনা পরিচারক জাকিউল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবার রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক রুপালী মণ্ডল, দিনাজপুরের ভাবপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত