Ajker Patrika

জুলাই শহীদ দিবস: বেরোবিতে বহিরাগত প্রবেশে ৬২ ঘণ্টার নিষেধাজ্ঞা

রংপুর প্রতিনিধি
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে আগামীকাল রোববার সন্ধ্যা থেকে ৬২ ঘণ্টার জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আজ শনিবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ কর্মসূচির প্রস্তুতি ও সুষ্ঠু আয়োজনের স্বার্থে ১৩ জুলাই (রোববার) সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই (বুধবার) সকাল ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখতে বলা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহানুভূতিপূর্ণ সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বাহির থেকে অতিথিরা আসবেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত। কার্ড থাকলে শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারীদের প্রবেশে কোনো বাধা নেই।’ নবীন শিক্ষার্থীদের অনেকের কাছে এখনো আইডি কার্ড না থাকায় করণীয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রতিটি বিভাগকে জানিয়ে দেব, যাতে শিক্ষার্থীরা প্রক্টর অফিস থেকে আইডি কার্ড সংগ্রহ করে নেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত