Ajker Patrika

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে এসে জরিমানা গুনলেন তাঁরা

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর) 
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৫: ৩৩
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে এসে জরিমানা গুনলেন তাঁরা

কঠোর লকডাউন বাস্তবায়নে সারা দেশের মতো দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু কিছু এলাকার মানুষ পরিস্থিতির ভয়াবহতা এখনো বুঝে উঠতে পারেননি। তাঁরা ম্যাজিস্ট্রেট ও পুলিশের কার্যক্রম দেখতে ভিড় করছেন। আজ শনিবার এমন এক ঘটনায় জরিমানা গুনতে হয়েছে বেশ কয়েকজনকে।

আজ ঘোড়াঘাট পৌর এলাকার পুরোনো বাজার, আজাদ মোড়, বাসস্ট্যান্ডসহ ডুগডুগিহাট বাজারের অলিগলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম। 

এ সময় হাট-বাজারে ও রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করার জন্য ১৯ জনকে আটক করে অর্থদণ্ড দেন ইউএনও। তাঁদের কাছ থেকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় উৎসুক জনতা আদালতের কার্যক্রম দেখার জন্য ভিড় করছিলেন। তখন তাঁদেরও আটক করে জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট। আদালতের কার্যক্রম দেখতে এসে ৫০০ টাকা করে জরিমানা দেন সাতজন।

এ ছাড়া হাট–বাজারে ঘোরাফেরা করা লোকজনকে পুলিশ দেখলে পালিয়ে যেতে দেখা গেছে। অযথা ঘোরাফেরা করা কয়েকজন একত্র হয়ে পুলিশের কার্যক্রম দেখছেন। সেখানে পুলিশ গেলে তাঁরা দৌড়ে অন্য স্থানে গিয়ে আবার জটলা করছেন। 

ঘোড়াঘাটের ইউএনও রাফিউল আলম বলেন, ‘আমরা চেষ্টা করছি লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে। অনেকে অতি উৎসাহী হয়ে লকডাউন ও আমাদের কার্যক্রম দেখার জন্য অযথা ভিড় জমাচ্ছে। তাদের আইনের আওতায় আনা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত