Ajker Patrika

গাইবান্ধায় রাতভর পুলিশের অভিযান, বিএনপির ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৭: ১২
গাইবান্ধায় রাতভর পুলিশের অভিযান, বিএনপির ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

দলীয় সূত্র জানিয়েছে, আগামী শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি সৃষ্টি করতে ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলছে, গ্রেপ্তার নেতা-কর্মীদের নামে আগেই মামলা ছিল। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সদস্য মশিউর রহমান, উদিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাহুল, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা মিঠু, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাপলা, সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ। 

বাকিরা হলেন সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য শামিউল সামু, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির ও যুবনেতা সালাউদ্দিন, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য গোলাম রব্বানী জুয়েল, সদস্য রফিকুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য আপেল। 

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক আজকের পত্রিকাকে বলেন, ঢাকায় মহাসমাবেশে বিএনপির নেতা-কর্মীরা যাতে না যেতে পারে, সে জন্য বিএনপির মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে এ গ্রেপ্তার চালানো হচ্ছে। এ ছাড়া মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ। অন্তত তিন শ নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে আগের মামলা ছিল। কাউকে হয়রানি করতে গ্রেপ্তার করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত