Ajker Patrika

হরিপুরে ডোবার পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও
আপডেট : ২১ জুলাই ২০২১, ২২: ৫০
হরিপুরে ডোবার পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মেদনী সাগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল সুমি আক্তার (৭) ও জান্নাত (৫)। তাঁরা মেদনী সাগর গ্রামের শাহ আলমের দুই শিশু কন্যা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঈদের দিনদুপুরে ওই দুই শিশু খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির অদূরে একটি ডোবায় দুই বোনের মরদেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী ও স্বজনরা। স্বজনরা ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেব ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত