Ajker Patrika

গাইবান্ধায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলি, আহত ১৫ 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৫: ৩৭
গাইবান্ধায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলি, আহত ১৫ 

গাইবান্ধা শহরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে পুলিশের গুলিতে ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া জেলার পলাশবাড়ী থানায় হামলা চালিয়েছেন আন্দোলনকারীরা। 

সরেজমিন জানা গেছে, আজ রোববার সকাল থেকেই গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার হাজার হাজার মানুষ। 

আজ সকাল সাড়ে ১০ থেকে খণ্ড খণ্ড মিছিল গাইবান্ধার ডিসি অফিস এলাকায় একত্রিত হয়। পরে তা লোকসমাগমে রূপ নেয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে একটি মিছিল শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। 

বিক্ষোভ মিছিলটি ডিসি অফিসের সামনে এলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে ১৫ জন আহত হন। এখনো সংঘর্ষ চলছে। 

এদিকে পলাশবাড়ী থানায় আন্দোলনকারীরা হামলা করেছেন বলে জানা গেছে। এ বিষয়ের পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত