Ajker Patrika

দুধকুমার নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
দুধকুমার নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় নৌকা থেকে ছিটকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নৌকায় দুধকুমার নদ পাড়ি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ জহর আলী (৩২) ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর পাকার মাথা এলাকার চান মিয়ার ছেলে। 

আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁকে খোঁজ করতে দুধকুমার নদে উদ্ধার অভিযান শুরু করে। 

স্থানীয় বাসিন্দা রিপন ও হামিদুল ইসলাম বলেন, জহর আলী তাঁর দুই বন্ধুসহ ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে দুধকুমার নদে পূর্ব পাড়ে যায়। সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নদের পানিতে ডুবে যায়। 

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার কামরুজ্জামান সেলিম বলেন, জহর আলীর সন্ধান পেতে ছয় সদস্যের একটি ডুবুরি দল সকাল ৮টার দিকে দুধকুমার নদে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পর্যন্ত জহর আলীর সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত