সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
কয়েক বছর ধরে ফলন ও দাম ভালো পাওয়ায় মিষ্টি কুমড়া বেশি করে চাষে আগ্রহী হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। কিন্তু এবার কুমড়াখেতে দেখা দিয়েছে মোজাইক নামক ভাইরাস। ফলন রক্ষায় কয়েক দফা কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার অনেক কৃষক।
জেলার সদর উপজেলার বেগুনবাড়ি, ভুল্লি, নারগুন, বড় বালিয়া, ঢোলারহাট আউলিয়াপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, খেতের মিষ্টিকুমড়া গাছে ফুল ও ফল ধরেছে। মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দেওয়ায় শত শত বিঘা জমির কুমড়া গাছ বিবর্ণ হয়ে গেছে। পাতা হলুদ হয়ে যাচ্ছে।
সদর উপজেলার বেগুনবাড়ী গ্রামের কুমড়া চাষি মহসিন আলী বলেন, ‘খেতের গাছ বড় হয়েছে। ডগাও ছড়িয়ে পড়েছে। ফুল-ফল আসতে শুরু করেছে। আর এই সময়ে ডগা, ও কচিপাতা সরু হয়ে কুঁচকে হলুদ হয়ে যাচ্ছে। এতে ফল টিকছে না।’
দেলোয়ার হোসেন নামের সদর উপজেলার নারগুন কহর পাড়া গ্রামের আরেক কুমড়া চাষি জানান, তিনি চার একর জমিতে কুমড়া লাগিয়েছেন। চাষে তাঁর খরচ হয়েছে ৯০ হাজার টাকা। এখন পুরো খেতে মোজাইক ভাইরাস আক্রমণ করেছে। কয়েক দফা কীটনাশক দিয়েও কাজ না হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
হরিপুর উপজেলার বর্গাচাষি সাইফুল আলম জানান, তাঁর দুই একর জমির মিষ্টি কুমড়াখেতে মোজাইক ভাইরাস দেখা দিয়েছে। লাভের আশায় অনেক পুঁজি বিনিয়োগ করে তিনি এখন ঝুঁকির মুখে আছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় এ বছর ১ হাজার ১০৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির বলেন, মোজাইক ভাইরাস দমনে কৃষি বিভাগ থেকে চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আক্রান্ত গাছ খেত থেকে তুলে ফেললেই ভাইরাস অনেকটা দমন হয়। এ ছাড়া কৃষকেরা সচেতন হলে অনেক রোগ থেকেই ফসল বাঁচানো সম্ভব।
কয়েক বছর ধরে ফলন ও দাম ভালো পাওয়ায় মিষ্টি কুমড়া বেশি করে চাষে আগ্রহী হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। কিন্তু এবার কুমড়াখেতে দেখা দিয়েছে মোজাইক নামক ভাইরাস। ফলন রক্ষায় কয়েক দফা কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার অনেক কৃষক।
জেলার সদর উপজেলার বেগুনবাড়ি, ভুল্লি, নারগুন, বড় বালিয়া, ঢোলারহাট আউলিয়াপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, খেতের মিষ্টিকুমড়া গাছে ফুল ও ফল ধরেছে। মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দেওয়ায় শত শত বিঘা জমির কুমড়া গাছ বিবর্ণ হয়ে গেছে। পাতা হলুদ হয়ে যাচ্ছে।
সদর উপজেলার বেগুনবাড়ী গ্রামের কুমড়া চাষি মহসিন আলী বলেন, ‘খেতের গাছ বড় হয়েছে। ডগাও ছড়িয়ে পড়েছে। ফুল-ফল আসতে শুরু করেছে। আর এই সময়ে ডগা, ও কচিপাতা সরু হয়ে কুঁচকে হলুদ হয়ে যাচ্ছে। এতে ফল টিকছে না।’
দেলোয়ার হোসেন নামের সদর উপজেলার নারগুন কহর পাড়া গ্রামের আরেক কুমড়া চাষি জানান, তিনি চার একর জমিতে কুমড়া লাগিয়েছেন। চাষে তাঁর খরচ হয়েছে ৯০ হাজার টাকা। এখন পুরো খেতে মোজাইক ভাইরাস আক্রমণ করেছে। কয়েক দফা কীটনাশক দিয়েও কাজ না হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
হরিপুর উপজেলার বর্গাচাষি সাইফুল আলম জানান, তাঁর দুই একর জমির মিষ্টি কুমড়াখেতে মোজাইক ভাইরাস দেখা দিয়েছে। লাভের আশায় অনেক পুঁজি বিনিয়োগ করে তিনি এখন ঝুঁকির মুখে আছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় এ বছর ১ হাজার ১০৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির বলেন, মোজাইক ভাইরাস দমনে কৃষি বিভাগ থেকে চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আক্রান্ত গাছ খেত থেকে তুলে ফেললেই ভাইরাস অনেকটা দমন হয়। এ ছাড়া কৃষকেরা সচেতন হলে অনেক রোগ থেকেই ফসল বাঁচানো সম্ভব।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
৩৭ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে