Ajker Patrika

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি ১৩ আগস্ট শুরু

বেরোবি প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৬: ০৬
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি ১৩ আগস্ট শুরু

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছ ভুক্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম ১৩ আগস্ট থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। 

গতকাল শুক্রবার বেরোবির স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কমিটি সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ৪টার মধ্যে নির্ধারিত ব্যাংকের বুথে অবশিষ্ট ফি জমা দিতে হবে। 

ফি জমার ব্যাংক রসিদ (ব্যাংকের সিলযুক্ত) সংশ্লিষ্ট বিভাগে দেখিয়ে ভর্তি ফরম গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তিন সেট প্রস্তুত করে ওই বিভাগে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
 
এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমার রসিদের (Receipt for Submitted Original Documents) অনুলিপি তিন কপি, পূরণকৃত ভর্তি ফরম তিন কপি, প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা জমার রসিদের অনুলিপি তিন কপি, চূড়ান্ত ভর্তি ফি জমার রসিদের অনুলিপি তিন কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি তিন কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ট্রান্স ক্রিপ্টের অনুলিপি তিন কপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবিসহ কাগজপত্র জমা দিতে হবে। 

নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে না পারলে তাদের প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত