Ajker Patrika

রংপুর শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, শিক্ষার্থীদের সঙ্গে সংস্কৃতিকর্মীদের সংহতি ঘোষণা

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০: ৩২
রংপুর শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, শিক্ষার্থীদের সঙ্গে সংস্কৃতিকর্মীদের সংহতি ঘোষণা

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ঘোষণা করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন গণসংগীত ও গান পরিবেশন করতে থাকেন শিল্পীরা। এ সময় সেখানে চতুর্দিক থেকে ছুটে আসেন কয়েক হাজার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরাও শিল্পীদের সঙ্গে সুর মিলিয়ে সমস্বরে গাইতে থাকেন সংগীত। 

এ সময় ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে জে আমার জন্মভূমি’, ‘মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’, ‘নোঙর তোল তোল সময় যে হল হল’সহ বিভিন্ন ধরনের সংগীত পরিবেশিত হয়। 

গানের তালে তাঁরা নানামুখী স্লোগানে মুখর করে তোলেন পুরো পাবলিক লাইব্রেরি মাঠ এলাকা। তা ছড়িয়ে যায় পাশের সড়কেও। রাত ৮টায় শহীদদের স্মরণে হাজার হাজার মোমবাতি প্রজ্বলনে অংশ নেন সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও জনতা। এ সময় জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করে তারা। তাদের সঙ্গে সুর মেলান সবাই। 

শহীদদের স্মরণে হাজার হাজার মোমবাতি প্রজ্বালনে অংশ নেন সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা । ছবি: আজকের পত্রিকাগানে গানে স্লোগানে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ এবং হত্যাকারীদের বিচার দাবি করেন। 

এ সময় সংস্কৃতিকর্মী বুবলি বলেন, সংস্কৃতিকর্মীরা গণতন্ত্র এবং দেশ রক্ষায় সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অতীতে। আমরাও সেটা করছি। আমরা বাচ্চাদের সাথে আছি, থাকব। গান, নাটক কবিতাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত