ঠাকুরগাঁও প্রতিনিধি
সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে কোনো ঘোষণা ছাড়াই গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে জ্বালানি তেল পেট্রলের সংকট দেখা দিয়েছে। খুচরা দোকানেও মিলছে না পেট্রল সরবরাহ। এতে গ্রাহকেরা পড়েছেন বিপাকে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তাও বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউ। পাম্প কর্তৃপক্ষ ও খুচরা বিক্রেতারা বলছেন, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে দেখা যায়, পাম্পগুলোতে পলিথিন দিয়ে মুড়িয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পেট্রল না পেয়ে অনেক গ্রাহক ফিরে যাচ্ছেন। আবার অনেকে বেশি দরে অকটেন কিনতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পেট্রলচালিত মোটরসাইকেল, জেনারেটর, কার-মাইক্রোবাস ব্যবহারকারীরা।
ঠাকুরগাঁও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক বলেন, ‘জেলায় ফিলিং স্টেশনের সংখ্যা ৩৬। এই স্টেশনগুলোতে দৈনিক পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার লিটার। এর মধ্যে পেট্রল ২৩ হাজার লিটার, অকটেন সাড়ে ১৬ হাজার লিটার এবং ডিজেলের চাহিদা ৫০ হাজার লিটার। এখন জেলায় প্রায় ১৪ হাজার লিটার পেট্রল কম সরবরাহ করা হচ্ছে। ডিপো থেকে পেট্রল পাওয়া যাচ্ছে না। তবে কী কারণে এই সংকট, সেটিও স্পষ্ট জানা নেই, যার কারণে এই সংকট তৈরি হয়েছে।’
মেসার্স সুপ্রিয় ফিলিং স্টেশনের ম্যানেজার কবিরুল বলেন, ‘জ্বালানি তেলের সংকট থাকায় এবার ঈদে ব্যবসা ভালো হয়নি। ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছি।’
বাঁধন কাঁকন ফিলিং স্টেশনের ম্যানেজার রশিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগে পেট্রল শেষ হয়ে গেছে। এতে অকটেনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং দ্রুত শেষ হয়ে গেছে। এখন অকটেন সরবরাহও বন্ধ রেখেছি।’
পেট্রল নিতে আসা খায়রুল কবির নামে এক এনজিও কর্মী বলেন, চাকরির কারণে প্রতিদিন তাঁকে মোটরসাইকেল ব্যবহার করতে হয়। ঠাকুরগাঁওয়ের পেট্রল পাম্পে গত এক সপ্তাহ ধরে তিনি কোনো ধরনের পেট্রল পাননি, যে কারণে অকটেন ব্যবহার করছেন। সেটিও এখন বন্ধ হওয়ার পথে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তেল সংকটের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে কোনো ঘোষণা ছাড়াই গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে জ্বালানি তেল পেট্রলের সংকট দেখা দিয়েছে। খুচরা দোকানেও মিলছে না পেট্রল সরবরাহ। এতে গ্রাহকেরা পড়েছেন বিপাকে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তাও বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউ। পাম্প কর্তৃপক্ষ ও খুচরা বিক্রেতারা বলছেন, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে দেখা যায়, পাম্পগুলোতে পলিথিন দিয়ে মুড়িয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পেট্রল না পেয়ে অনেক গ্রাহক ফিরে যাচ্ছেন। আবার অনেকে বেশি দরে অকটেন কিনতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পেট্রলচালিত মোটরসাইকেল, জেনারেটর, কার-মাইক্রোবাস ব্যবহারকারীরা।
ঠাকুরগাঁও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক বলেন, ‘জেলায় ফিলিং স্টেশনের সংখ্যা ৩৬। এই স্টেশনগুলোতে দৈনিক পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার লিটার। এর মধ্যে পেট্রল ২৩ হাজার লিটার, অকটেন সাড়ে ১৬ হাজার লিটার এবং ডিজেলের চাহিদা ৫০ হাজার লিটার। এখন জেলায় প্রায় ১৪ হাজার লিটার পেট্রল কম সরবরাহ করা হচ্ছে। ডিপো থেকে পেট্রল পাওয়া যাচ্ছে না। তবে কী কারণে এই সংকট, সেটিও স্পষ্ট জানা নেই, যার কারণে এই সংকট তৈরি হয়েছে।’
মেসার্স সুপ্রিয় ফিলিং স্টেশনের ম্যানেজার কবিরুল বলেন, ‘জ্বালানি তেলের সংকট থাকায় এবার ঈদে ব্যবসা ভালো হয়নি। ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছি।’
বাঁধন কাঁকন ফিলিং স্টেশনের ম্যানেজার রশিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগে পেট্রল শেষ হয়ে গেছে। এতে অকটেনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং দ্রুত শেষ হয়ে গেছে। এখন অকটেন সরবরাহও বন্ধ রেখেছি।’
পেট্রল নিতে আসা খায়রুল কবির নামে এক এনজিও কর্মী বলেন, চাকরির কারণে প্রতিদিন তাঁকে মোটরসাইকেল ব্যবহার করতে হয়। ঠাকুরগাঁওয়ের পেট্রল পাম্পে গত এক সপ্তাহ ধরে তিনি কোনো ধরনের পেট্রল পাননি, যে কারণে অকটেন ব্যবহার করছেন। সেটিও এখন বন্ধ হওয়ার পথে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তেল সংকটের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
২ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৫ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৮ মিনিট আগে