Ajker Patrika

দুই ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফজলে রাব্বী

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
দুই ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফজলে রাব্বী

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দুই ছেলের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে সোমবার ফজলে রাব্বী মিয়ার মরদেহ দুপুর ২টায় হেলিকপ্টারে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা ও শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৩টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ডেপুটি স্পিকারের ভাগনে মাওলানা রোকনুজ্জামান।

জানাজার আগে ডেপুটি স্পিকারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংসদ সদস্য শাহজাহান খাঁন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। এরপর বিকেল সাড়ে ৫টায় গটিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে আরও একবার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা সোয়া ৬টায় পারিবারিক কবরস্থানে তাঁর দুই ছেলের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত