Ajker Patrika

রংপুরে বিনা মূল্যে ধান কাটতে কৃষক লীগের হটলাইন

রংপুর প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০০: ১৩
রংপুরে বিনা মূল্যে ধান কাটতে কৃষক লীগের হটলাইন

ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তোলা নিয়ে কৃষকেরা যখন শঙ্কায়, ঠিক তখনই হটলাইন সেবা চালু করেছে রংপুর মহানগর কৃষক লীগ। আর এই হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দিলেন সরকারদলীয় সংগঠনটির নেতা-কর্মীরা।

আজ শনিবার নগরীর হাজিরহাট থানার অভিরাম বত্তরের দোলায় সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা এ ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। রংপুরে কৃষক লীগের হটলাইন নম্বর: ০১৭১৬০৬১৪৭০। এই নম্বরে কল করলেই মিলবে সহায়তা।

কৃষক আমিনুর রহমান বলেন, ‘ধান কাটার মৌসুম আসলেই শ্রমিকসংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। আমি কৃষক লীগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

এদিকে ধান কাটায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনসহ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের নেতারা।

রংপুরে হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কাটছেন কৃষক লীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকারংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন, ‘রংপুর মহানগরী এলাকার মধ্যে শ্রমিকসংকট ও অর্থের অভাবে কোনো কৃষক ধান কাটা ও মাড়াই করতে পারছেন—এমন সংবাদ পাওয়া মাত্রই মহানগর কৃষক লীগের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।’

তুহিন আরও বলেন, ‘করোনার সময়েও রংপুর মহানগর কৃষক লীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছিল। এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশনা অনুযায়ী রংপুর মহানগর কৃষক লীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত