দিনাজপুর প্রতিনিধি
‘ধানের যে দাম চলেছে এই দাম হিসাবে তো পোষায় না। গোটা ধানের মৌসুমটাত কোন পানি (বৃষ্টি) নাই, আর কাটিবার সময় ধানতো শুতি (হেলে পড়েছে) গেল। এক বিঘা জমির ধান কাটিতে আট-নয় হাজার টাকা লাগিছে। ধানের দাম চলেছে ৮০০ সাড়ে ৮০০ টাকা মণ। তো গেরস্থক (জমির মালিক) দিমো কি আর হামার থাকিবে কি? জমি যদি নিজের হয় তাইলে কিছুটা পোষায় কিন্তু হামরা (আমরা) তো ওইন্যের জমিত আবাদ করি কেংকরি পোষাইবেন। এইবার খালি খরচ আর খরচ।’ দিনাজপুর শহরের গোপালগঞ্জ ধান হাটে আলাপচারিতায় কথাগুলো বলছিলেন, কৃষক আবুল হোসেন। তাঁর বাড়ি সদর উপজেলার উ. ভবানীপুর ডাঙ্গাপাড়া এলাকায়।
আজ সোমবার সকালে গোপালগঞ্জ ধানের বাজার ঘুরে দেখা গেছে, এখানে ব্রি-২৮ জাতের ধান (শুকনা) বিক্রি হচ্ছে প্রতি বস্তা (দুই মণ) ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা, ব্রি-২৯ ধান প্রতি বস্তা ২০০০-২১৫০ টাকা, জিরা-৯০ ধান প্রতি বস্তা ২ হাজার ৪০০-২ হাজার ৫০০ টাকা, বগুড়া সম্পা ২ হাজার ৩০০-২ হাজার ৪৫০ টাকা, ব্রি-৫১ ধান ২ হাজার ৪৫০-২ হাজার ৫০০ টাকা দরে। তবে এসব জাতের ধান কাঁচায় বস্তা প্রতি ৩০০-৩৫০ টাকা কমে বিক্রি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ২০২৩-২৪ অর্থবছরে বোরো ধানের আবাদ হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫১০ হেক্টর জমিতে। এরই মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৪১৮ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ২৫ হাজার ৭৭৫ মেট্রিকটন। গত ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ৭৩ হাজার ৭৯০ হেক্টর এবং ২০২১-২২ অর্থবছরে বোরো ধানের আবাদ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৪০ হেক্টর জমিতে।
বিরলের রাজারামপুর থেকে বাজারে ধান বিক্রি করতে আসছেন খবিরউদ্দিন। তিনি বলেন, ‘কৃষক লাভ দেখা পায় না। এইবার অতিরিক্ত খরায় সেচ খরচ বেশি পরেছে প্রায় ১ হাজার টাকা। পরে শেষ দিকে ঝড়-বৃষ্টিতে গাছ হেলে পড়ায় কাটা-মাড়াই খরচ বাড়ল দেড় হাজার টাকা। দুই পাশে প্রায় আড়াই হাজার টাকা ধরা। গতবারের চেয়ে এবার প্রতি প্রকার ধানে বস্তা প্রতি ২০০-২৫০ টাকা কমে বিক্রি হচ্ছে।’
তিনি বলেন, ‘যারা বর্গাচাষি এবার তাদের লোকসান হিসাব করা যাবে না। যে জমি ১০-১২ হাজার টাকায় বর্গা পাওয়া গেছিল সেই জমি এখন ১৮-২২ হাজার টাকায় চুক্তি নিতে হচ্ছে।’
একই উপজেলার পুরিয়া গ্রামের আদর্শ চাষি মতিউর রহমান বলেন, বর্তমানে ব্রি-২৯ ধান বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় আর ব্রি-২৮ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ধান কাটার সময় থেকে বৃষ্টির কারণে কৃষক ধান শুকানো যাচ্ছে না। এমনিতেও এবার ধানের চাহিদা কম। ফলে ধানের বাজার এবার পড়তির দিকে। কৃষকও কম দামে ধান বেচতে বাধ্য হচ্ছেন।
গোপালগঞ্জ বাজারের ধান ব্যবসায়ীরা বলেন, ‘এখানে মৌসুমে প্রতি হাটে অন্তত ৪০০ থেকে হাজার বস্তা ধান বিক্রি হয়। এক শ্রেণির ব্যবসায়ী বা পাইকার আছেন যারা গ্রামের প্রান্তিক চাষিদের কাছে কাচা ধান কিনেছেন। পরে নিজস্ব চাতালে শুকিয়ে হাটে বিক্রি করছেন। কেউ আছেন ওই সব স্বল্প পুঁজির ব্যবসায়ীদের কাছে ধান কিনে মিল মালিকের প্রতিনিধির কাছে বিক্রি করছেন। আবার কিছু কৃষক আছেন যারা উৎপাদন ও ধান কেনা-বেচার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।’
ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে ধান কেনা-বেচা করছি। সাধারণত আমরা ছোট ব্যবসায়ীরা কৃষকদের কাছে ধান কাচায় কিনি। শুকানোর পরে প্রতি বস্তায় ৫০-১০০ টাকা লাভ থাকে আমাদের।’
ধানের দাম কম পাওয়া কিংবা কৃষকদের লোকসানের বিষয়টি স্বীকার করছেন খোদ মিলমালিকরাও। দিনাজপুর মক্কা অটোরাইস মিলের স্বত্বাধিকারী মখলেছুর রহমান আজিম বলেন, ‘ধানের উৎপাদন বেশি। সে অর্থে মিলমালিকেরা এখনো ধান কিনছে না। অনেক মিলে গত বারেরই ধান রয়ে গেছে। চাল করতে পারেনি।
তিনি বলেন, এবার কৃষকেরা প্রতি বস্তায় ১৫০-২০০ টাকা কম পাচ্ছে। এ ছাড়াও এবার বোরো আবাদে সেচ, সার ও কীটনাশকের দাম বেড়েছে ফলে বাজার যদি না বাড়ে তাহলে কৃষকেরা দুই দিকেই ক্ষতির মুখে পরবে।
‘ধানের যে দাম চলেছে এই দাম হিসাবে তো পোষায় না। গোটা ধানের মৌসুমটাত কোন পানি (বৃষ্টি) নাই, আর কাটিবার সময় ধানতো শুতি (হেলে পড়েছে) গেল। এক বিঘা জমির ধান কাটিতে আট-নয় হাজার টাকা লাগিছে। ধানের দাম চলেছে ৮০০ সাড়ে ৮০০ টাকা মণ। তো গেরস্থক (জমির মালিক) দিমো কি আর হামার থাকিবে কি? জমি যদি নিজের হয় তাইলে কিছুটা পোষায় কিন্তু হামরা (আমরা) তো ওইন্যের জমিত আবাদ করি কেংকরি পোষাইবেন। এইবার খালি খরচ আর খরচ।’ দিনাজপুর শহরের গোপালগঞ্জ ধান হাটে আলাপচারিতায় কথাগুলো বলছিলেন, কৃষক আবুল হোসেন। তাঁর বাড়ি সদর উপজেলার উ. ভবানীপুর ডাঙ্গাপাড়া এলাকায়।
আজ সোমবার সকালে গোপালগঞ্জ ধানের বাজার ঘুরে দেখা গেছে, এখানে ব্রি-২৮ জাতের ধান (শুকনা) বিক্রি হচ্ছে প্রতি বস্তা (দুই মণ) ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা, ব্রি-২৯ ধান প্রতি বস্তা ২০০০-২১৫০ টাকা, জিরা-৯০ ধান প্রতি বস্তা ২ হাজার ৪০০-২ হাজার ৫০০ টাকা, বগুড়া সম্পা ২ হাজার ৩০০-২ হাজার ৪৫০ টাকা, ব্রি-৫১ ধান ২ হাজার ৪৫০-২ হাজার ৫০০ টাকা দরে। তবে এসব জাতের ধান কাঁচায় বস্তা প্রতি ৩০০-৩৫০ টাকা কমে বিক্রি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ২০২৩-২৪ অর্থবছরে বোরো ধানের আবাদ হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫১০ হেক্টর জমিতে। এরই মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৪১৮ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ২৫ হাজার ৭৭৫ মেট্রিকটন। গত ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ৭৩ হাজার ৭৯০ হেক্টর এবং ২০২১-২২ অর্থবছরে বোরো ধানের আবাদ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৪০ হেক্টর জমিতে।
বিরলের রাজারামপুর থেকে বাজারে ধান বিক্রি করতে আসছেন খবিরউদ্দিন। তিনি বলেন, ‘কৃষক লাভ দেখা পায় না। এইবার অতিরিক্ত খরায় সেচ খরচ বেশি পরেছে প্রায় ১ হাজার টাকা। পরে শেষ দিকে ঝড়-বৃষ্টিতে গাছ হেলে পড়ায় কাটা-মাড়াই খরচ বাড়ল দেড় হাজার টাকা। দুই পাশে প্রায় আড়াই হাজার টাকা ধরা। গতবারের চেয়ে এবার প্রতি প্রকার ধানে বস্তা প্রতি ২০০-২৫০ টাকা কমে বিক্রি হচ্ছে।’
তিনি বলেন, ‘যারা বর্গাচাষি এবার তাদের লোকসান হিসাব করা যাবে না। যে জমি ১০-১২ হাজার টাকায় বর্গা পাওয়া গেছিল সেই জমি এখন ১৮-২২ হাজার টাকায় চুক্তি নিতে হচ্ছে।’
একই উপজেলার পুরিয়া গ্রামের আদর্শ চাষি মতিউর রহমান বলেন, বর্তমানে ব্রি-২৯ ধান বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় আর ব্রি-২৮ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ধান কাটার সময় থেকে বৃষ্টির কারণে কৃষক ধান শুকানো যাচ্ছে না। এমনিতেও এবার ধানের চাহিদা কম। ফলে ধানের বাজার এবার পড়তির দিকে। কৃষকও কম দামে ধান বেচতে বাধ্য হচ্ছেন।
গোপালগঞ্জ বাজারের ধান ব্যবসায়ীরা বলেন, ‘এখানে মৌসুমে প্রতি হাটে অন্তত ৪০০ থেকে হাজার বস্তা ধান বিক্রি হয়। এক শ্রেণির ব্যবসায়ী বা পাইকার আছেন যারা গ্রামের প্রান্তিক চাষিদের কাছে কাচা ধান কিনেছেন। পরে নিজস্ব চাতালে শুকিয়ে হাটে বিক্রি করছেন। কেউ আছেন ওই সব স্বল্প পুঁজির ব্যবসায়ীদের কাছে ধান কিনে মিল মালিকের প্রতিনিধির কাছে বিক্রি করছেন। আবার কিছু কৃষক আছেন যারা উৎপাদন ও ধান কেনা-বেচার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।’
ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে ধান কেনা-বেচা করছি। সাধারণত আমরা ছোট ব্যবসায়ীরা কৃষকদের কাছে ধান কাচায় কিনি। শুকানোর পরে প্রতি বস্তায় ৫০-১০০ টাকা লাভ থাকে আমাদের।’
ধানের দাম কম পাওয়া কিংবা কৃষকদের লোকসানের বিষয়টি স্বীকার করছেন খোদ মিলমালিকরাও। দিনাজপুর মক্কা অটোরাইস মিলের স্বত্বাধিকারী মখলেছুর রহমান আজিম বলেন, ‘ধানের উৎপাদন বেশি। সে অর্থে মিলমালিকেরা এখনো ধান কিনছে না। অনেক মিলে গত বারেরই ধান রয়ে গেছে। চাল করতে পারেনি।
তিনি বলেন, এবার কৃষকেরা প্রতি বস্তায় ১৫০-২০০ টাকা কম পাচ্ছে। এ ছাড়াও এবার বোরো আবাদে সেচ, সার ও কীটনাশকের দাম বেড়েছে ফলে বাজার যদি না বাড়ে তাহলে কৃষকেরা দুই দিকেই ক্ষতির মুখে পরবে।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে