Ajker Patrika

গুলির পর দিনাজপুর সীমান্তে মিলল কৃষকের লাশ

দিনাজপুর ও চিরিরবন্দর প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ১৫: ৪৪
গুলির পর দিনাজপুর সীমান্তে মিলল কৃষকের লাশ

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গুলির আওয়াজ শুনতে পায় দিনাজপুরের শাহাপুর কামারপাড়া এলাকার মানুষ। গুলির পর শাহপুর কামারপাড়া সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে একজনের লাশ পড়ে আছে খবর পাওয়া যায়। পরে পরিবার ও স্থানীয়রা লাশটি উদ্ধার করে। 

বিষয়টি বর্ণনা করে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, ‘কী কারণে ওই কৃষক সীমান্তের কাঁটাতারের কাছে গিয়েছিলেন, সে বিষয়ে ধারণা পাওয়া যায়নি। এমনকি লাশ উদ্ধার করে আনার সময় তাঁর সঙ্গে অবৈধ কিছু পাওয়া যায়নি।’ 

নিহতের নাম মনজুরুল ইসলাম (২২) বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি একই উপজেলার পুনট্টি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। পরিবারের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনি নিহত হয়েছেন। 

মনজুরুলের ভাই ফরিদুল ইসলাম জানান, তাঁর ভাই একজন কৃষক। রাতে খাওয়াদাওয়া শেষ করে বাড়ির বাইরে বের হন। অনেক রাত পর্যন্ত ফেরেননি। পরে খোঁজাখুঁজি শুরু করলে কামারপাড়া এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। 

ফরিদুল ইসলাম বলেন, ‘বিএসএফ কী কারণে গুলি করল আমরা বুঝতে পারছি না।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, মনজুরুলের হাতে ও কোমরে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, চোরাকারবারি কোনো গ্রুপের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে। মরদেহ তাঁর নিজ বাসায় পুলিশি হেফাজতে আছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মনজুরুলের মৃত্যুতে শোকের মাতমস্থানীয় ওয়াজেদ মাস্টার জানান, নিহত মঞ্জুরুল ইসলাম পেশায় কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে তাঁকে চেনে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিল তা পরিবারসহ কেউ বলতে পারছে না। 

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আলমগীর কবির বলেন, ‘নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে আমরা এখনো নিশ্চিত নই ঘটনাটি ভারতের নবগ্রাম বিএসএফের মাধ্যমে ঘটেছে কি না। বিষয়টি ক্ষতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, চিরিরবন্দর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদসহ বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ সময় উপস্থিত সাংবাদিকদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত