Ajker Patrika

মেঘনায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আড়াই কেজির ইলিশটি সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হয়। ছবি: আজকের পত্রিকা
আড়াই কেজির ইলিশটি সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটির নিলাম হয়।

জানা গেছে, গতকাল রোববার মেঘনা নদীতে জাল ফেলার পর গনি মাঝির জালে চারটি মাছ ধরা পড়ে। আজ দুপুরের দিকে অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন তিনি। তার মধ্যে একটি মাছের ওজন হয় ২ কেজি ৫০০ গ্রাম। নিলামে মাছটির সাড়ে ছয় হাজার টাকা দাম ওঠে। শাহেদ ব্যাপারী নামের এক ব্যক্তি মাছটি কিনে নেন।

গনি মাঝি বলেন, ‘নদীতে এবার ইলিশ নেই বললেই চলে। গতকাল রাতে মেঘনা নদীতে জাল ফেলে সকাল পর্যন্ত মাত্র চারটি মাছ পেয়েছি। তার মধ্যে এ মাছ বড় ছিল আর অন্য তিনটি ছোট। বড় মাছটি আড়াই কেজি হয়েছে। দাম পেয়েছি সাড়ে ছয় হাজার। অন্য তিনটা সাড়ে পাঁচ হাজার। বড়টি পাওয়ার কারণে মোটামুটি খরচ পোষাবে। নইলে তেলের খরচও হতো না।’

মাছটির ক্রেতা শাহেদ ব্যাপারী বলেন, ‘বড় মাছের চাহিদা অনেক বেশি, দামও পাওয়া যায় ভালো। তাই বেশি দাম দিয়ে মাছটি কিনেছি।’

মাছ বিক্রির খবর নিশ্চিত করে পাটোয়ারী মৎস্য আড়তের মালিক সাইফুল পাটোয়ারী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ মাছ অনেক কম। অনেক জেলে তাঁদের দৈনন্দিনের খরচ তুলতে পারেন না। তবে বাজারে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম অনেক বেশি পাওয়া যায়। তাই বড় মাছ পেলে জেলেরা অনেক খুশি হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত