Ajker Patrika

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

দিনাজপুর সদরের পল্লি থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি দল সদরের ব্র্যাক আটামিলের উত্তরে পরিত্যক্ত পুলিশ বক্সের কাছে ডাকাতির প্রস্তুতিকালে সন্ত্রাসী রুবেলসহ পাঁচজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছুরি, একটি হাসুয়া ও নাইলনের দড়ি ও টর্চলাইট উদ্ধার করা হয়। 

আটক আসামিরা হলেন-সদরের শেখহাটি এলাকার রুবেল হোসেন (৪০), উত্তর গোসাইপুর এলাকার জাহিদুল (৩২), উত্তর বংশীপুর এলাকার আনারুল ইসলাম (৪০), ভবানীপুর ডাঙ্গাপাড়া এলাকার সিয়াম হোসেন (২৪) ও মেদ্দাপাড়া এলাকার সজল ইসলাম।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘আসামি রুবেলের নামে পাঁচটি ধৃত আসামিদের প্রত্যেকের নামে থানায় এক ও একাধিক মামলা চলমান রয়েছে। এরা সবাই সদরের গোপালগঞ্জ, চেহেলগাজী, রানীগঞ্জ, বাঁশেরহাট ও দশমাইল হাইওয়ে এলাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ এলাকায় আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনায় জড়িত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত