পঞ্চগড় প্রতিনিধি
অতিরিক্ত গরমের পর টানা তিন দিন ধরে স্বস্তির বৃষ্টি ঝরছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কখনো মুষলধারে, কখনো গুঁড়ি গুঁড়ি। তবে বৃষ্টির কারণে আবার দেখা দিয়েছে দুর্ভোগও। দৈনন্দিন রোজগার নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পঞ্চগড় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
গত বুধবার সন্ধ্যার পর থেকেই ঝরছে মুষলধারার বৃষ্টি। টানা তিন দিন ধরে বৃষ্টির কারণে দৈনন্দিন রোজগার নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনমজুর, ভ্যানচালক, চা-শ্রমিকসহ খেটে খাওয়া মানুষগুলো বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না। অনেকে প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছেন না। আবার পেটের দায়ে নিম্ন আয়ের মানুষেরা বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার গন্তব্যে ছুটছেন।
সকালে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ঘুরে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে। প্রয়োজনে অনেকেই ছাতা নিয়ে চলাচল করছেন। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত না থাকলেও কখনো হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে।
পঞ্চগড় সিনেমা হলের সামনে জয়গুন বেগম নামে এক নারী শ্রমিক বলেন, ‘এই বৃষ্টির মধ্যে মার্কেটে আসলাম, কিন্তু কাজ পাইলাম না। গত দুই দিন ধরে কোনো কাজ নাই, তাই বাড়ি চলে যাচ্ছি।’
জয়গুনের মতো অনেকেই সকাল সকাল বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হয়েছিলেন। কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে কাজ না পেয়েই ঘরে ফিরতে হয়েছে শ্রমিকদের।
এদিকে রিকশাচালক আব্দুর রহিম বলেন, একদিকে মুষলধারে বৃষ্টি অন্যদিকে শুক্রবার তাই রাস্তায় যাত্রী কম। কোনো মতে গাড়ির জমা উঠছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তিন দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৭৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তার আগের ২৪ ঘণ্টায় ৫৬ মিলিমিটার ও বুধবার ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে। এ বৃষ্টিপাতে তাপমাত্রা কমে শীতের আমেজ শুরু হচ্ছে।
অতিরিক্ত গরমের পর টানা তিন দিন ধরে স্বস্তির বৃষ্টি ঝরছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কখনো মুষলধারে, কখনো গুঁড়ি গুঁড়ি। তবে বৃষ্টির কারণে আবার দেখা দিয়েছে দুর্ভোগও। দৈনন্দিন রোজগার নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পঞ্চগড় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
গত বুধবার সন্ধ্যার পর থেকেই ঝরছে মুষলধারার বৃষ্টি। টানা তিন দিন ধরে বৃষ্টির কারণে দৈনন্দিন রোজগার নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনমজুর, ভ্যানচালক, চা-শ্রমিকসহ খেটে খাওয়া মানুষগুলো বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না। অনেকে প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছেন না। আবার পেটের দায়ে নিম্ন আয়ের মানুষেরা বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার গন্তব্যে ছুটছেন।
সকালে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ঘুরে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে। প্রয়োজনে অনেকেই ছাতা নিয়ে চলাচল করছেন। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত না থাকলেও কখনো হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে।
পঞ্চগড় সিনেমা হলের সামনে জয়গুন বেগম নামে এক নারী শ্রমিক বলেন, ‘এই বৃষ্টির মধ্যে মার্কেটে আসলাম, কিন্তু কাজ পাইলাম না। গত দুই দিন ধরে কোনো কাজ নাই, তাই বাড়ি চলে যাচ্ছি।’
জয়গুনের মতো অনেকেই সকাল সকাল বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হয়েছিলেন। কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে কাজ না পেয়েই ঘরে ফিরতে হয়েছে শ্রমিকদের।
এদিকে রিকশাচালক আব্দুর রহিম বলেন, একদিকে মুষলধারে বৃষ্টি অন্যদিকে শুক্রবার তাই রাস্তায় যাত্রী কম। কোনো মতে গাড়ির জমা উঠছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তিন দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৭৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তার আগের ২৪ ঘণ্টায় ৫৬ মিলিমিটার ও বুধবার ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে। এ বৃষ্টিপাতে তাপমাত্রা কমে শীতের আমেজ শুরু হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে