কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে মাহমুদ উল ফেরদৌস মামুন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার শহরের একটি এনজিও অফিসের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত সোমবার (৯ অক্টোবর) ওই যুবক নিজের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ ছাড়া সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যে পুলিশের এক সদস্যকে ‘আটক’ করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন পৌর এলাকার তালতলা গ্রামের সোহেল রানা (২২), হাসপাতালপাড়ার মমিনুল ইসলাম (১৯) ও রংপুর পার্কের মোড় সরদারপাড়ার বাসিন্দা ফেরদৌস প্রান্ত (১৯)।
নিহত যুবক রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া গ্রামের ছবরুল হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘তাৎপর্যপূর্ণ প্রমাণের ভিত্তিতে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করছি।’
পুলিশ সদস্যের জড়িত প্রসঙ্গে এসপি বলেন, ‘বিষয়টি এখনো তদন্তাধীন। এ ঘটনায় যারই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে।’
জানা গেছে, গত সোমবার (৯ অক্টোবর) বাসা থেকে বের হয় নিখোঁজ হন মাহমুদ উল ফেরদৌস মামুন। পরে সন্ধ্যার দিকে তাঁর বড় ভাই রতনকে মোবাইল ফোনে জানান, কয়েকজন তাঁকে আটকিয়ে রেখে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করছে। কিন্তু বড় ভাই ব্যস্ত থাকায় সময় মতো যোগাযোগ করতে না করায় পরে মোবাইল ফোন বন্ধ পান। পরে রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ওই (জিডি) সূত্র ধরে গতকাল রোববার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে মামলার ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে বিকেলের দিকে নিখোঁজ মামুনের লাশ উদ্ধার করা হয়। এর পরপরই পুলিশ লাইনসের এক কনস্টেবলকে ‘আটকে’র খবর জানা যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।’
কুড়িগ্রামে নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে মাহমুদ উল ফেরদৌস মামুন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার শহরের একটি এনজিও অফিসের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত সোমবার (৯ অক্টোবর) ওই যুবক নিজের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ ছাড়া সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যে পুলিশের এক সদস্যকে ‘আটক’ করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন পৌর এলাকার তালতলা গ্রামের সোহেল রানা (২২), হাসপাতালপাড়ার মমিনুল ইসলাম (১৯) ও রংপুর পার্কের মোড় সরদারপাড়ার বাসিন্দা ফেরদৌস প্রান্ত (১৯)।
নিহত যুবক রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া গ্রামের ছবরুল হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘তাৎপর্যপূর্ণ প্রমাণের ভিত্তিতে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করছি।’
পুলিশ সদস্যের জড়িত প্রসঙ্গে এসপি বলেন, ‘বিষয়টি এখনো তদন্তাধীন। এ ঘটনায় যারই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে।’
জানা গেছে, গত সোমবার (৯ অক্টোবর) বাসা থেকে বের হয় নিখোঁজ হন মাহমুদ উল ফেরদৌস মামুন। পরে সন্ধ্যার দিকে তাঁর বড় ভাই রতনকে মোবাইল ফোনে জানান, কয়েকজন তাঁকে আটকিয়ে রেখে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করছে। কিন্তু বড় ভাই ব্যস্ত থাকায় সময় মতো যোগাযোগ করতে না করায় পরে মোবাইল ফোন বন্ধ পান। পরে রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ওই (জিডি) সূত্র ধরে গতকাল রোববার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে মামলার ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে বিকেলের দিকে নিখোঁজ মামুনের লাশ উদ্ধার করা হয়। এর পরপরই পুলিশ লাইনসের এক কনস্টেবলকে ‘আটকে’র খবর জানা যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।’
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১৪ মিনিট আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
১ ঘণ্টা আগে