Ajker Patrika

সাড়ে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি
সাড়ে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় জব্দ করা সাড়ে ৪ কোটি টাকা মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি প্রশিক্ষণ মাঠে এর আয়োজন করা হয়।

এ সময় গাঁজা, মদ, ফেনসিডিল, ইয়াবাসহ ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার উপপরিচালক কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট-১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোরশেদ আলম বলেন, চোরাচালান রোধ, মাদক কারবারিদের আটকসহ সীমান্তবাসীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বিজিবি। তা ছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। 

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তারা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সুশীল সমাজের নাগরিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত