Ajker Patrika

সীমান্তে সোনার বার উদ্ধার: গ্রেপ্তার যুবকের ২ দিনের রিমান্ড

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৩, ১৭: ০৭
সীমান্তে সোনার বার উদ্ধার: গ্রেপ্তার যুবকের ২ দিনের রিমান্ড

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি সোনার বার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফুলবাড়ী আমলি আদালত) মো. মজনু মিয়া এ আদেশ দেন। 

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার যুবকের নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে। 

এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্ত থেকে সোনার বারসহ রবিউলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ১৪টি বারের ওজন ১৪০ ভরি। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি। 

রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সারওয়ার পারভেজ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম। 

পরিদর্শক সারওয়ার পারভেজ বলেন, আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আদেশের কপি পেলে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত