Ajker Patrika

কোরবানির জন্য লালন করা গরু নিয়ে বিপাকে খামারিরা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
কোরবানির জন্য লালন করা গরু নিয়ে বিপাকে খামারিরা

রংপুরের মিঠাপুকুরে কোরবানির জন্য লালন করা গরু নিয়ে বিপাকে পড়েছেন চাষি ও খামারিরা। কারণ উপজেলায় চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় ৬২ হাজার গরু লালন করা হয়েছে। অথচ কোরবানির জন্য প্রয়োজন মাত্র ৩০ হাজার গরু। আজ শনিবার মিঠাপুকুর কলেজ মাঠ ও রোববার শঠিবাড়ি হাটে শেষ হবে কোরবানির পশুর কেনাবেচা। 

পশু সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, ঈদুল আজহা উপলক্ষে এ উপজেলায় ৬২ হাজার গরু লালন করা হয়েছে। অপরদিকে কোরবানির জন্য প্রয়োজন মাত্র ৩০ হাজার গরু। এ বছর চাহিদার তুলনায় পশুর হাটগুলোতে গরু–ছাগলের আমদানি বেশি। সেই তুলনায় ক্রেতা খুব কম। 

একাধিক খামারি ও চাষি জানান, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। লালন–পালনের খরচ তোলা নিয়ে চিন্তার মধ্যে আছেন তাঁরা। তবে দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। 

হাট ইজারাদারের প্রতিনিধি মেহেদী হাসান রিপুল বলেন, ‘৭০ থেকে ৯০ হাজার এবং ৯০ থেকে এক লাখ ৫০ হাজার টাকা দামের গরু বেচাকেনা বেশি হচ্ছে।’ 

মিঠাপুকুর কলেজ মাঠে ঘুরে দেখা যায়, কোরবানির পশুর হাটে গরু–ছাগল নিয়ে আসেন কৃষক ও খামারিরা। ক্রেতা কম। বেলা দেড় টা পর্যন্ত বেচাকেনা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত