Ajker Patrika

কুড়িগ্রামে আবারও শৈত্যপ্রবাহ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে আবারও শৈত্যপ্রবাহ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গত দুই দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আজ রোববার আবারও কমেছে। 

এ দিকে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী। 

রোববার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। 

দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। 

চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মদনমোহন এলাকার মোছা. আছিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এত ঠান্ডা যাইছে, কেউ এলাও আমাক কম্বল দেয় নাই। খুব একটা সমস্যায় আছি। এই সময় কম্বল পাইলে খুব উপকার হইবে।’ 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত