সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা. রোখসানা বেগম হাসি (৩৫) নামে এক গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. খোরশেদ আলমের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগুড়ার ফুড ভিলেজের সামনে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে ওই গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাতেই রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গৃহবধূর স্বামী মো. খোরশেদ আলম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বছর বিশেক আগে সংসার বাঁধেন খোরশেদ আলম ও রোখসানা বেগম। সংসারজীবন চলাকালে পরকীয়ায় জড়ান খোরশেদ আলম। বিষয়টি জানতে পান রোখসানা বেগম। মূলত এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সর্বশেষ গতকাল বিকেলে মজুমদার বাজারে খোরশেদ আলমের ফার্নিচারের দোকানে স্ত্রী রোখসানা বেগম এলে আবারও শুরু হয় বাগ্বিতণ্ডা।
পরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন স্বামী খোরশেদ আলম। গৃহবধূর চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ওই গৃহবধূর শরীর আগুনে ঝলসে যান। পরে গৃহবধূকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর সন্তানেরা বলছে তাঁদের মা নিজেই শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। আর গৃহবধূর মা-বাবার দাবি তাঁর স্বামী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা. রোখসানা বেগম হাসি (৩৫) নামে এক গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. খোরশেদ আলমের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগুড়ার ফুড ভিলেজের সামনে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে ওই গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাতেই রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গৃহবধূর স্বামী মো. খোরশেদ আলম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বছর বিশেক আগে সংসার বাঁধেন খোরশেদ আলম ও রোখসানা বেগম। সংসারজীবন চলাকালে পরকীয়ায় জড়ান খোরশেদ আলম। বিষয়টি জানতে পান রোখসানা বেগম। মূলত এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সর্বশেষ গতকাল বিকেলে মজুমদার বাজারে খোরশেদ আলমের ফার্নিচারের দোকানে স্ত্রী রোখসানা বেগম এলে আবারও শুরু হয় বাগ্বিতণ্ডা।
পরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন স্বামী খোরশেদ আলম। গৃহবধূর চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ওই গৃহবধূর শরীর আগুনে ঝলসে যান। পরে গৃহবধূকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর সন্তানেরা বলছে তাঁদের মা নিজেই শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। আর গৃহবধূর মা-বাবার দাবি তাঁর স্বামী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৭ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৭ মিনিট আগে