Ajker Patrika

পরিবারের জন্য ঘুরে দাঁড়াতে চায় অসুস্থ নারী খেলোয়াড় মৌ

ঠাকুরগাঁও প্রতিনিধি
পরিবারের জন্য ঘুরে দাঁড়াতে চায় অসুস্থ নারী খেলোয়াড় মৌ

একসময় জেলার বিভিন্ন মাঠ মাতিয়ে বেড়িয়েছেন কৃতী নারী খেলোয়াড় জাকিয়া আফরোজ মৌ (১৬)। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছে সে। মাঠে প্রতিপক্ষ দলকে পরাস্ত করায় ছিল যার নেশা, এখন তিনিই পরাস্ত ইনজুরিতে। গত দেড় বছর থেকে পেট ব্যথা ও রক্ত বমির অজানা রোগে ভুগেছে মে। অর্থাভাবে উন্নত চিকিৎসাও করাতে পারছে না। চিকিৎসা এবং পরিবার চালানো লড়াকু এই নারীর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে নি‌জে‌কে সুস্থ ক‌রে তোলা।

মৌ সদর উপজেলা সালন্দর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী ও তাজমিরা আক্তার দম্পতির বড় মেয়ে। 

মৌ আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় রাগবি, বাস্কেটবলসহ অন্যান্য খেলায় নিয়মিত অংশ নিয়েছে সে। এরই ধারাবাহিকতায় সে ২০২০ সালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে অংশগ্রহণও করেছে। এরপরে তার শরীরে বাসা বেঁধে‌ছে অজানা রোগ। এই রো‌গের কার‌ণে বদলে গেছে তার জীবন। বন্ধ হ‌য়ে‌ গে‌ছে খেলাধুলা। অসুস্থ অবস্থায় গত দেড় বছর প‌ড়ে থাক‌লেও কেউ তার খোঁজ নেয়‌নি ব‌লে আক্ষেপ ক‌রে মৌ।

নারী খেলোয়াড় মৌ বলে, ‘আমি বিদ্যালয়ের হয়ে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। রাগবি, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে শতাধিক মেডেল ও সনদপত্র পেয়েছি। যখন বিদ্যালয়ের খেলাধুলা হতো তখন বিদ্যালয়ের শিক্ষকগণ নিয়মিত খোঁজ-খবর রাখত। কিন্তু গত দেড় বছর থেকে গুরুতর অসুস্থ থাকলেও কেউ খবর নেয়নি। আমার দীর্ঘদিন ধরে পেট ব্যথা, খেলেই বমি হয় সঙ্গে রক্ত আসে। আমি সুস্থ হয়ে পুনরায় মাঠে ফিরতে চাই। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করতে চাই।’

জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাওয়া সার্টিফিকেট ও মেডেল।পরিবারের জন্য উঠে দাঁড়াতে চায় মৌ। মৌয়ের মা তাজমিরা আক্তার বলেন, ‘গত দেড় বছর থেকে পেটের পীড়াসহ অজ্ঞাত রোগে ভুগছে সে। এ রো‌গের কার‌ণে মেয়েটি আমার রাতে ঘুমাতে পারে না। সারাক্ষণ অস্থির আর ছটফট করতে থা‌কে। এতে তা‌কে ইনজেকশন দিয়ে ঘুম পাড়াতে হয়।’

তার মা আরও জানান, কয়েক দিন আগে মৌ গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চার দিন থাকার পর চিকিৎসকেরা ঢাকায় নি‌য়ে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ঢাকায় নি‌য়ে চি‌কিৎসা করানোর মতো টাকা তাঁদের নেই। এরই মধ্যে স্থানীয় দু-একজন সহায়তার হাত বাড়িয়েছেন। কিন্তু এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান তিনি। 

এ বিষ‌য়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, প্রতিভাবান নারী খেলোয়াড় মৌয়ের বিষ‌য়ে বিস্তারিত খোঁজ নি‌য়ে তার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত