Ajker Patrika

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। নগরীর প্রেসক্লাব এলাকায় আজ সোমবার দুপুরে এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) যৌথভাবে এ বিক্ষোভ করে। 

সমাবেশে বক্তারা বলেন, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে। পরিস্থিতি উত্তপ্ত বুঝতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক। অবিলম্বে এ ঘোষণা প্রত্যাহার করে হামলায় অংশগ্রহণকারীদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের রংপুর জেলা সভাপতি আবু সালেহ সিহাব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাঁশফোড়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর যুগেশ ত্রিপুরা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত