Ajker Patrika

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০ আসামি

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৪: ২৭
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০ আসামি

কুড়িগ্রামে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ২৪, সিআর ওয়াররেন্টে ১, সিআর সাজা ওয়ারেন্ট মূলে ১, নিয়মিত মামলায় ২৩, ১৫১ ধারায় ১ জনসহ ২৪ ঘণ্টায় ৫০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শুধু উলিপুর থানা এলাকা থেকে ২৫ আসামি (জিআর ওয়ারেন্টে ২২ এবং নিয়মিত মামলায় ৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এসব আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। টেকসই নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষা ও অপরাধ নির্মূলে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত