Ajker Patrika

কাউনিয়ায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৪
কাউনিয়ায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রংপুরের কাউনিয়ায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব কুড়িগ্রামের উলিপুর উপজেলার মণ্ডলের হাট গ্রামের সেকেন্দার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, হাবিব রংপুর শহরের বাসায় স্ত্রীকে রেখে মোটরসাইকেল চালিয়ে উলিপুরে গ্ৰামের বাড়ি ফিরছিলেন। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার মীরবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হাবিব। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মীরবাগ বাজারে পল্লি চিকিৎসকের চেম্বারে নিয়ে যায়। সেখানে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় লোকজন বলেন, বেপরোয়া গতিতে আসা পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ায় চালক সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত হয়ে মারা যান তিনি। 

কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিমুর রহমান বলেন, গতকাল হাবিব স্ত্রীকে রংপুর শহরের বাসায় রেখে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মারা যান তিনি। রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ইন্সপেক্টর আরও বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত