Ajker Patrika

গোপনে বিয়ে, দুই স্ত্রীকে রেখে উধাও যুবক

নীলফামারী ও ডিমলা প্রতিনিধি
গোপনে বিয়ে, দুই স্ত্রীকে রেখে উধাও যুবক

গোপনে ২০১৮ সালে প্রথম বিয়ে করেন নীলফামারীর এক যুবক। এরপর চার বছর প্রথম স্ত্রীর সঙ্গে সংসারের পর তাঁকে না জানিয়েই সম্প্রতি আবার দ্বিতীয় বিয়ে করেছেন সেই যুবক। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ওই যুবকের বাড়িতে হাজির হন প্রথম স্ত্রী। এতে বিপাকে পড়ে দুই বউকে রেখেই বাড়ি থেকে পালিয়ে গেছেন সেই যুবক।

এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর আকাশকুড়ি গ্রামে। ওই যুবকের নাম এহছানুল রাহাত (২৭)। তাঁর প্রথম স্ত্রীর নাম আখি।

বর্তমানে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে গত শুক্রবার থেকে অবস্থান করছেন আখি আক্তার (২৩)।

বিবাহ নিবন্ধন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের আবদুল মজিদের মেয়ে আঁখি আকতার। আর নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রফিজুল ইসলামের ছেলে রাহাত। তাঁরা ৪ বছর আগে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আখি নীলফামারীতে সম্মান শ্রেণিতে লেখাপড়া ও রাহাদ ঢাকার নারায়ণগঞ্জে ঝুট কাপড়ের ব্যবসা করতেন।

প্রায় ১০ বছর আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৭ জুলাই ঢাকার একটি কাজী অফিসে ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে আখি ও রাহাত বিয়ে করেন। এ সময় বিয়ের বিষয়টি পরিবারের অন্য সদস্যদের না জানানোর জন্য আখিকে চাপ দেন রাহাত।

বিয়ের ৪ বছর পার হলেও বিষয়টি কাউকে জানাননি আখি। কিন্তু রাহাতের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন আখি। কিন্তু আখির কথায় রাজি না হয়ে বিভিন্ন ধরনের টালবাহানা করতে থাকেন রাহাত। ১০-১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন রাহাত।

একপর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম বিয়ে গোপন রেখে পারিবারিকভাবে ঢাকার নারায়ণগঞ্জে দ্বিতীয় বিয়ে করেন রাহাত। গত শুক্রবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি আসেন তিনি। দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী আখি তাঁর স্বামীর বাড়িতে আসলে তাঁকে মানসিক রোগী আখ্যা দিয়ে বাড়িতে ঢুকতে বাধা দেয় রাহাতের বাড়ির লোকজন। এ সময় আখি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। 

জানাজানি হলে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু কোনো প্রকার সমঝোতা না হওয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থানের সিদ্ধান্ত নেন আখি। 

এদিকে, আখির উপস্থিতি টের পেয়ে দুই স্ত্রীকে রেখেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন রাহাত। এ অবস্থায় রাহাতের ঘরের বারান্দাতে অবস্থান করছেন আখি।

আখি বলেন, ‘বিয়ের কথা গোপন রেখে স্বামী-স্ত্রী মিলে ঢাকায় বাসা ভাড়া নিয়ে সংসার করেছি। এখন আমাকে স্ত্রী বলে অস্বীকার করছে। তাই আমি রাহাতের বাড়িতে অবস্থান নিয়েছি। স্ত্রীর মর্যাদা না পেলে এ বাড়িতেই আত্মহত্যা করব।’ 

এ বিষয়ে জানতে চাইলে রাহাতের বাবা রফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আমার ছেলে বিয়ে করেছে এ কথা আগে জানলে আমি দ্বিতীয়বার তাঁর বিয়ে দিতাম না। ছেলে আমার সাথে প্রতারণা করেছে। তবে আমি দুজনকেই পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি।’

দ্বিতীয় স্ত্রীর ভগ্নিপতি রুবেল বলেন, ‘ব্যবসায়িক সূত্রে ১১ বছর ধরে রাহাতকে চিনি। সে বিবাহিত এ কথা গোপন করেন প্রতারণা মাধ্যমে আমার শ্যালিকাকে বিয়ে করেছে। আমরা এর বিচার চাই।’

ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাহাত মোবাইল ফোনে দুই বিয়ের কথা স্বীকার করেছেন।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত