Ajker Patrika

নদী তীরে বসেছিল দুই সন্তান, গোসলে নেমে মায়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
নদী তীরে বসেছিল দুই সন্তান, গোসলে নেমে মায়ের মৃত্যু

কুড়িগ্রাম সদরে ধরলা নদীতে গোসল করতে নেমে মোছা. খোদেজা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদরের মোগলবাসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মোগলবাসা ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। 

খোদেজা বেগম চর কৃষ্ণপুর গ্রামের দিনমজুর ছয়ফুল ইসলামের স্ত্রী। গোসলের সময় খোদেজা তাঁর দুই সন্তানকে নদীর তীরে বসিয়ে রেখেছিলেন বলে স্থানীয়রা জানান। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে খোদেজা বেগম তার দুই শিশু সন্তানসহ ধরলা নদীতে গোসল করতে যান। ছোট শিশুদের নদীর পাড়ে বসিয়ে রেখে খোদেজা গোসলে নেমে নদীতে নিখোঁজ হন। 

স্থানীয়রা আরও জানান, তীরে বসে থাকা তাঁর দুই সন্তান দীর্ঘক্ষণ মাকে দেখতে না পেরে কান্না করলে স্থানীয়রা নদীতে নেমে খোদেজাকে খোঁজা শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে কয়েক ফুট দূরে মাছ ধরা ঝাঁকি জালের সাহায্যে খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ধরলা নদীতে গোসল করতে নেমে এক গৃহবধূ নিহত হওয়ার খবর জেনেছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। স্থানীয় চেয়ারম্যানকে দাফনের বিষয়টি দেখতে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত