কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় হারাগাছ থানায় মাদক মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তাঁর দুই বছরের শিশুপুত্রকেও।
আজ শনিবার রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এই আদেশ দেন। পরে সন্ধ্যায় মা ও ছেলেকে রংপুর কারাগারে নেওয়া হয়। গতকাল শুক্রবার নিজ বাড়ি থেকে হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই নারীর নাম ফারহানা আক্তার মনি (২৫)। তিনি হারাগাছ থানাধীন রংপুর সিটি করপোরেশনের কার্তিক কিশামত হাজির বাজার বাঁধেরপাড় গ্রামের শামীমের স্ত্রী।
আজ শনিবার দুপুরে হারাগাছ থানায় আজকের পত্রিকার সঙ্গে কথা হয় ফারহানা আক্তার মনি সঙ্গে। তিনি জানান, তাঁর স্বামী অটোরিকশার চালক এবং মাদক কারবারির সঙ্গে জড়িত। তিনি স্বামীকে এ ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁর কথা স্বামী মানতে নারাজ।
ফারহানা আক্তার বলেন, ‘শুক্রবার বিকেলে আমার স্বামী পলিথিনের একটা প্যাকেট আমার কাছে রেখে যায়। পরে সন্ধ্যায় পুলিশ আমাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। দুই বছরের ছেলেটাকে সাথে নিয়ে আসছি। আর আট বছরের ছেলেটাকে বাড়িতে রাখি আসছি। আমি মাদক বেচাকেনার সাথে জড়িত না।’
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শামীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শুক্রবার তাঁর বাড়িতে হেরোইন কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী ফারহানা আক্তার মনিকে আটক করা হয়। এ সময় ফারহানার কাছ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১৫ পুরিয়া (এক দশমিক আঠারো গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ।’
ওসি রেজাউল করিম আরও বলেন, ‘এ ব্যাপারে শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ফারহানা আক্তার মনিকে আসামি করে মামলা করেছেন। আজ (শনিবার) দুপুরে তাঁকে রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। এ সময় দুই বছরের শিশু তাঁর কোলে ছিল।’
রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালতের পরিদর্শক প্রতিষ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সন্ধ্যায় মাদক মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে দুই বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুকে মায়েদের সঙ্গে কারাগারে পাঠানো হয়, এটাই নিয়ম।’
রংপুরের কাউনিয়ায় হারাগাছ থানায় মাদক মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তাঁর দুই বছরের শিশুপুত্রকেও।
আজ শনিবার রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এই আদেশ দেন। পরে সন্ধ্যায় মা ও ছেলেকে রংপুর কারাগারে নেওয়া হয়। গতকাল শুক্রবার নিজ বাড়ি থেকে হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই নারীর নাম ফারহানা আক্তার মনি (২৫)। তিনি হারাগাছ থানাধীন রংপুর সিটি করপোরেশনের কার্তিক কিশামত হাজির বাজার বাঁধেরপাড় গ্রামের শামীমের স্ত্রী।
আজ শনিবার দুপুরে হারাগাছ থানায় আজকের পত্রিকার সঙ্গে কথা হয় ফারহানা আক্তার মনি সঙ্গে। তিনি জানান, তাঁর স্বামী অটোরিকশার চালক এবং মাদক কারবারির সঙ্গে জড়িত। তিনি স্বামীকে এ ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁর কথা স্বামী মানতে নারাজ।
ফারহানা আক্তার বলেন, ‘শুক্রবার বিকেলে আমার স্বামী পলিথিনের একটা প্যাকেট আমার কাছে রেখে যায়। পরে সন্ধ্যায় পুলিশ আমাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। দুই বছরের ছেলেটাকে সাথে নিয়ে আসছি। আর আট বছরের ছেলেটাকে বাড়িতে রাখি আসছি। আমি মাদক বেচাকেনার সাথে জড়িত না।’
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শামীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শুক্রবার তাঁর বাড়িতে হেরোইন কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী ফারহানা আক্তার মনিকে আটক করা হয়। এ সময় ফারহানার কাছ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১৫ পুরিয়া (এক দশমিক আঠারো গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ।’
ওসি রেজাউল করিম আরও বলেন, ‘এ ব্যাপারে শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ফারহানা আক্তার মনিকে আসামি করে মামলা করেছেন। আজ (শনিবার) দুপুরে তাঁকে রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। এ সময় দুই বছরের শিশু তাঁর কোলে ছিল।’
রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালতের পরিদর্শক প্রতিষ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সন্ধ্যায় মাদক মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে দুই বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুকে মায়েদের সঙ্গে কারাগারে পাঠানো হয়, এটাই নিয়ম।’
কিশোরগঞ্জের ভৈরবে ইট ছুড়ে মারাকে কেন্দ্র করে ভৈরবপুর উত্তরপাড়া ও ভৈরবপুর দক্ষিণপাড়ার লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
৬ মিনিট আগেস্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হচ্ছিল। এমনকি অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ইনজেকশন ও গ্লাভস পুনরায় ব্যবহার করা হতো, যা রোগীদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে।
২৬ মিনিট আগেআবু জাফর শামসুদ্দীনের জন্ম ১৯১১ সালের ১২ মার্চ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে। এক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া এই কৃতী সন্তানের শিক্ষার সূচনা হয় স্থানীয় পাঠশালা ও মাদ্রাসায়।
৩৯ মিনিট আগেবক্তারা অভিযোগ করেন, ‘আমাদের এই ঘাটটি প্রায় ৩০ বছরের পুরোনো। এখানে প্রায় ১০ হাজারের বেশি ব্যবসায়ী ও জেলে শ্রমিক মাছ বেচাকেনার সঙ্গে যুক্ত। হঠাৎ একটি গ্রুপ বাজারটি বিলুপ্ত করার জন্য খালের দক্ষিণ পাশে একটি নতুন মাছ ঘাট চালু করেছে। কিন্তু তাদের নিজস্ব নৌকা ও ট্রলার না থাকায় তারা অন্য জেলেদের নৌকা...
১ ঘণ্টা আগে