প্রতিনিধি
ফুলবাড়ী (দিনাজপুর): মফস্বল এলাকায় এমনিতেই মিল্কভিটা, প্রাণ বা ব্র্যাকের মতো প্রতিষ্ঠান দুধ কিনে না। ফলে ক্ষুদ্র ও মাঝারি দুগ্ধ খামারিদের ভরসা স্থানীয় হোটেল, রেস্তোরাঁ আর ছোট ছোট চায়ের দোকান। ব্রয়লার মুরগির খামারিদেরও ভরসাস্থল এসব হোটেল রেস্তোরাঁ। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ৫ এপ্রিল থেকে অব্যাহত লকডাউনে স্থানীয় খাবারের দোকানগুলো প্রায় বন্ধ। এ পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুগ্ধ ও ব্রয়লার খামারিরা।
দিনাজপুরের ফুলবাড়ীতে বাজারে দুধের চাহিদা না থাকায় খামারিরা পানির দামে দুধ বিক্রি করছেন। যাদের রেফ্রিজারেটর রয়েছে তাদেরও এখন আর দুধ রাখার জায়গা নেই।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব জানান, পৌর এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় ৮০টি গরুর খামার রয়েছে। এর পাশাপাশি ৬০-৭০হাজার গরু রয়েছে এর মধ্যে ২৫-৩০ হাজার দেশি সংকর দুগ্ধবতী গাভী।এছাড়া প্রায় ৪০ হাজার বিদেশি গাভী রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতে দুয়েকটি দুগ্ধবতী গাভী রয়েছে। অনেকের আয়ের একমাত্র উৎস এই দুধ। তারা পড়েছেন চরম বিপাকে।
অপরদিকে উপজেলায় লেয়ার ও ব্রয়লার মুরগির ছোট ও মাঝারি খামার রয়েছে ২৫০টি। এই খামারিরাও সমসায় পড়েছেন বলে জানান ডা. আহসান হাবীব।
ফুলবাড়ীর খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউনের আগে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১০০-১১০ টাকা কেজি। এখন বেচতে হচ্ছে ৭০-৮০ টাকা দরে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি দরে।
খয়েরবাড়ী এলাকার খামারি শাহিনুর বলেন, মুরগির দাম কমলেও খাবারের দাম কিন্তু বেড়েছে। এভাবে চলতে থাকলে খামার বন্ধ করা ছাড়া আর উপায় থাকবে না। লোকসানে মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। আবার মুরগি রেখে দিলে খাবার কিনতে হিশশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে পুঁজি হারোনোর শংকায় পড়েছেন।
মাঝারি দুগ্ধ খামারিদের বিপদ আরও বেশি। দৈনিক শতাধিক লিটার দুধ নিয়ে তারা কী করবেন ভেবে কূল পাচ্ছেন না। উপজেলার সাদিক ডেইরী ফার্মের মালিক শিবলী সাদিক বলেন, তার খামারে ১৪টি গাভি রয়েছে, প্রতিদিন ১২০ থেকে ১৩০ কেজি দুধ হয়। শহরের হোটেল রেস্তোরাঁয় এই দুধ বিক্রি করতেন। এখন তাকে প্রতিদিন ছয় থেকে সাত হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। সুজাপুর গ্রামের খামারি অরুণ ও হাজির মোড় এলাকার খামারি আলামিনও একই কথা বলেন। আলামিনের বাড়িতে একটি গাভি রয়েছে। প্রতিদিন ১০-১২ কেজি দুধ হয়। এটিই তার আয়ের উৎস। এখন কিছু দুধ ফ্রিজে রাখছেন, বাকিটা কম দামে বিক্রি করছেন।
ফুলবাড়ী (দিনাজপুর): মফস্বল এলাকায় এমনিতেই মিল্কভিটা, প্রাণ বা ব্র্যাকের মতো প্রতিষ্ঠান দুধ কিনে না। ফলে ক্ষুদ্র ও মাঝারি দুগ্ধ খামারিদের ভরসা স্থানীয় হোটেল, রেস্তোরাঁ আর ছোট ছোট চায়ের দোকান। ব্রয়লার মুরগির খামারিদেরও ভরসাস্থল এসব হোটেল রেস্তোরাঁ। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ৫ এপ্রিল থেকে অব্যাহত লকডাউনে স্থানীয় খাবারের দোকানগুলো প্রায় বন্ধ। এ পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুগ্ধ ও ব্রয়লার খামারিরা।
দিনাজপুরের ফুলবাড়ীতে বাজারে দুধের চাহিদা না থাকায় খামারিরা পানির দামে দুধ বিক্রি করছেন। যাদের রেফ্রিজারেটর রয়েছে তাদেরও এখন আর দুধ রাখার জায়গা নেই।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব জানান, পৌর এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় ৮০টি গরুর খামার রয়েছে। এর পাশাপাশি ৬০-৭০হাজার গরু রয়েছে এর মধ্যে ২৫-৩০ হাজার দেশি সংকর দুগ্ধবতী গাভী।এছাড়া প্রায় ৪০ হাজার বিদেশি গাভী রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতে দুয়েকটি দুগ্ধবতী গাভী রয়েছে। অনেকের আয়ের একমাত্র উৎস এই দুধ। তারা পড়েছেন চরম বিপাকে।
অপরদিকে উপজেলায় লেয়ার ও ব্রয়লার মুরগির ছোট ও মাঝারি খামার রয়েছে ২৫০টি। এই খামারিরাও সমসায় পড়েছেন বলে জানান ডা. আহসান হাবীব।
ফুলবাড়ীর খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউনের আগে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১০০-১১০ টাকা কেজি। এখন বেচতে হচ্ছে ৭০-৮০ টাকা দরে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি দরে।
খয়েরবাড়ী এলাকার খামারি শাহিনুর বলেন, মুরগির দাম কমলেও খাবারের দাম কিন্তু বেড়েছে। এভাবে চলতে থাকলে খামার বন্ধ করা ছাড়া আর উপায় থাকবে না। লোকসানে মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। আবার মুরগি রেখে দিলে খাবার কিনতে হিশশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে পুঁজি হারোনোর শংকায় পড়েছেন।
মাঝারি দুগ্ধ খামারিদের বিপদ আরও বেশি। দৈনিক শতাধিক লিটার দুধ নিয়ে তারা কী করবেন ভেবে কূল পাচ্ছেন না। উপজেলার সাদিক ডেইরী ফার্মের মালিক শিবলী সাদিক বলেন, তার খামারে ১৪টি গাভি রয়েছে, প্রতিদিন ১২০ থেকে ১৩০ কেজি দুধ হয়। শহরের হোটেল রেস্তোরাঁয় এই দুধ বিক্রি করতেন। এখন তাকে প্রতিদিন ছয় থেকে সাত হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। সুজাপুর গ্রামের খামারি অরুণ ও হাজির মোড় এলাকার খামারি আলামিনও একই কথা বলেন। আলামিনের বাড়িতে একটি গাভি রয়েছে। প্রতিদিন ১০-১২ কেজি দুধ হয়। এটিই তার আয়ের উৎস। এখন কিছু দুধ ফ্রিজে রাখছেন, বাকিটা কম দামে বিক্রি করছেন।
রাজধানী কদমতলী পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত সারে ১০টার দিকে বন্ধুরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
৪ ঘণ্টা আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
৪ ঘণ্টা আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
৬ ঘণ্টা আগে