হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আমদানির পরিমাণ কমলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে। কেজিপ্রতি দাম কমার হার ৩-৪ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি অব্যাহত থাকায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম কমেছে।
বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩-২৪ টাকায়, যা দুই দিন আগে বিক্রি হয়েছিল ২৭ টাকায়। আর নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকায়, যা এখনো একই দামে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ। হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, পাবনা, মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ ওঠার কারণে বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আবার সরবরাহ বাড়ার কারণে আগের তুলনায় দাম কম রয়েছে, যার কারণে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কিছুটা কম রয়েছে।
তিনি জানান, হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। কিন্তু সেই তুলনায় দেশের বাজারে পেঁয়াজের চাহিদা তেমন না থাকার কারণে পেঁয়াজের দাম কমছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ মাঝেমধ্যেই ওঠানামা করছে। কখনো বেশি হচ্ছে আবার কখনো কম হচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে যেখানে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো, এখন তা কমে এসেছে। বুধবার পাঁচটি ট্রাকে ১৪৭ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে বৃহস্পতিবার দুটি ট্রাকে ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল, তাই এটি দ্রুত যেন আমদানিকারকেরা খালাস করে নিতে পারেন, সে জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা রেখেছে।
আমদানির পরিমাণ কমলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে। কেজিপ্রতি দাম কমার হার ৩-৪ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি অব্যাহত থাকায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম কমেছে।
বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩-২৪ টাকায়, যা দুই দিন আগে বিক্রি হয়েছিল ২৭ টাকায়। আর নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকায়, যা এখনো একই দামে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ। হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, পাবনা, মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ ওঠার কারণে বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আবার সরবরাহ বাড়ার কারণে আগের তুলনায় দাম কম রয়েছে, যার কারণে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কিছুটা কম রয়েছে।
তিনি জানান, হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। কিন্তু সেই তুলনায় দেশের বাজারে পেঁয়াজের চাহিদা তেমন না থাকার কারণে পেঁয়াজের দাম কমছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ মাঝেমধ্যেই ওঠানামা করছে। কখনো বেশি হচ্ছে আবার কখনো কম হচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে যেখানে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো, এখন তা কমে এসেছে। বুধবার পাঁচটি ট্রাকে ১৪৭ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে বৃহস্পতিবার দুটি ট্রাকে ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল, তাই এটি দ্রুত যেন আমদানিকারকেরা খালাস করে নিতে পারেন, সে জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা রেখেছে।
তিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
১ মিনিট আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
২ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগে