ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় আনোয়ারুল ইসলাম নামের একজন আহত হন।
জানা গেছে, পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের বুড়াদীঘির কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আনোয়ারুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পূর্ব গৌরীপাড়া কবরস্থান কমিটির। আজ সকালে কমিটির সদস্যরা কবরস্থান এবং কবরস্থানসংলগ্ন পুকুর পাড়ে বেড়া দিতে গেলে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।
কমিটির উপদেষ্টা আলতাব হোসেন বলেন, কবরস্থানের এই জায়গাটি মুসলিম জনসাধারণের ব্যবহারের জন্য তৎকালীন জমিদার দিয়ে গেছে। কিন্তু মৃত আব্দুল জব্বার পরবর্তীকালে কাগজপত্র সৃষ্টি করে নিজের বলে দাবি করায় এই বিরোধ সৃষ্টি হয়েছে।
অপর দিকে আনোয়ারুল ইসলামের দাবি, এই জমি তাঁর বাবা জমিদারের কাছ থেকে হুকুম দখলের মাধ্যমে কিনে নিজ নামে খাজনা-খারিজ রেকর্ড করে নিয়েছেন। তিনি বলেন, ‘পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে আমরা কবরস্থানের জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু কবরস্থান পরিচালনা কমিটি পুকুরের সব দিক দখল করার চেষ্টা করছে, এতে বিরোধ সৃষ্টি হয়েছে।’
আনোয়ারুল বলেন, ‘কবরস্থান কমিটি কবরস্থান ঘেরা দেওয়ার কথা বলে ওই কবরস্থানের সঙ্গে থাকা আমার নিজ নামিও পুকুর ও পুকুর পাড়ে আমার মৃত ভাই কামরুজ্জামানে এতিম মেয়ের জায়গায় ঘেরা বেড়া দেয়। এ সময় আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা হয়।’
এদিকে আনোয়ারুলের ওপর হামলার কথা অস্বীকার করে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আনোয়ারুলের ওপর কেউ হামলা করেনি, সে পড়ে গিয়ে আহত হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে।
দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় আনোয়ারুল ইসলাম নামের একজন আহত হন।
জানা গেছে, পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের বুড়াদীঘির কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আনোয়ারুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পূর্ব গৌরীপাড়া কবরস্থান কমিটির। আজ সকালে কমিটির সদস্যরা কবরস্থান এবং কবরস্থানসংলগ্ন পুকুর পাড়ে বেড়া দিতে গেলে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।
কমিটির উপদেষ্টা আলতাব হোসেন বলেন, কবরস্থানের এই জায়গাটি মুসলিম জনসাধারণের ব্যবহারের জন্য তৎকালীন জমিদার দিয়ে গেছে। কিন্তু মৃত আব্দুল জব্বার পরবর্তীকালে কাগজপত্র সৃষ্টি করে নিজের বলে দাবি করায় এই বিরোধ সৃষ্টি হয়েছে।
অপর দিকে আনোয়ারুল ইসলামের দাবি, এই জমি তাঁর বাবা জমিদারের কাছ থেকে হুকুম দখলের মাধ্যমে কিনে নিজ নামে খাজনা-খারিজ রেকর্ড করে নিয়েছেন। তিনি বলেন, ‘পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে আমরা কবরস্থানের জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু কবরস্থান পরিচালনা কমিটি পুকুরের সব দিক দখল করার চেষ্টা করছে, এতে বিরোধ সৃষ্টি হয়েছে।’
আনোয়ারুল বলেন, ‘কবরস্থান কমিটি কবরস্থান ঘেরা দেওয়ার কথা বলে ওই কবরস্থানের সঙ্গে থাকা আমার নিজ নামিও পুকুর ও পুকুর পাড়ে আমার মৃত ভাই কামরুজ্জামানে এতিম মেয়ের জায়গায় ঘেরা বেড়া দেয়। এ সময় আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা হয়।’
এদিকে আনোয়ারুলের ওপর হামলার কথা অস্বীকার করে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আনোয়ারুলের ওপর কেউ হামলা করেনি, সে পড়ে গিয়ে আহত হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে।
নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত কালো জাদু করায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে ঘটনাটি ঘটে।
৫ মিনিট আগেফরিদপুরে মাকে দেখতে না দিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠা শিশু তানহা আক্তারকে (১৪ মাস) উদ্ধার করেছে র্যাব। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফরিদপুর র্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায়...
২৪ মিনিট আগেগাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক নেতা থানায় হাজির হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানুর রহমান পলাশ ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
১ ঘণ্টা আগে