তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে কমছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠা-নামা করছে। বয়ে যাচ্ছে হিমেল হাওয়া।
আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তাঁরা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাসিন্দা তাজউদ্দীন বলেন, ‘কয়েক দুন ধরেই তেঁতুলিয়ায় অনেক শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে আমরা সময়মতো কাজে যেতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের কেউ খোঁজ নেয় না।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলনের শ্রমিক জামিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগে ৬টায় কাজ শুরু করলেও কয়েক দিন ধরে শীতের কারণে নদীতে নামতে পারছি না। রোদের অপেক্ষায় আছি। শীত যতই হোক, কাজ করতেই হবে আমাদের।’
তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে কমছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠা-নামা করছে। বয়ে যাচ্ছে হিমেল হাওয়া।
আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তাঁরা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাসিন্দা তাজউদ্দীন বলেন, ‘কয়েক দুন ধরেই তেঁতুলিয়ায় অনেক শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে আমরা সময়মতো কাজে যেতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের কেউ খোঁজ নেয় না।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলনের শ্রমিক জামিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগে ৬টায় কাজ শুরু করলেও কয়েক দিন ধরে শীতের কারণে নদীতে নামতে পারছি না। রোদের অপেক্ষায় আছি। শীত যতই হোক, কাজ করতেই হবে আমাদের।’
তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৯ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৯ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১০ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১০ ঘণ্টা আগে